আফগানদের বিপক্ষে পূর্ণ শক্তির দল পাওয়ায় তামিমের তৃপ্তি

ছবি: ফিরোজ আহমেদ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে স্থায়ী অধিনায়ক হিসেবে বাংলাদেশ দলে যাত্রা শুরু করেন তামিম ইকবাল। সূচনাটাও দারুণ হয়। ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে শুরু। সে সিরিজে পূর্ণ শক্তির দলই পেয়েছিলেন তিনি। কিন্তু এরপর প্রায় সব সিরিজেই দলের সেরা তারকা কাউকে না কাউকে মিস করেছেন। তবে আশার কথা ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ফের পূর্ণ শক্তির দল পেয়েছেন তামিম। স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত অধিনায়ক।

মূলত ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে নিউজিল্যান্ড যাননি বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একই কারণে জিম্বাবুয়ে গিয়েও ফিরে আসেন মুশফিকুর রহিম। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় মুশফিকের অভাব প্রতীয়মান না হলেও নিউজিল্যান্ডে সাকিবের অভাব ফুটে ওঠে স্পষ্ট। হোয়াইট ওয়াশ হয়েই ফিরতে হয় টাইগারদের। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে এমন বিব্রতকর কিছু চায় তা বাংলাদেশ। তাই সেরা দল পাওয়ায় তৃপ্ত তামিম।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম বলেন, 'ইনজুরি বলুন বা ছুটির কারণে আমরা পুরো দল খেলতে পারিনি। এটা সৌভাগ্য যে এই সিরিজে পুরো দল পাব। অধিনায়ক হিসেবে এরচেয়ে ভালো কিছু হতে পারে না। সবাই ভালো অবস্থায় আছে; মানসিক দিক বা পারফরম্যান্সের দিক থেকে। আমরা সবাই জানি এই সিরিজ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।'

ক্রিকেট বিশ্বে আফগানদের উত্থান খুব বেশি দিন না হলেও খুব দ্রুতই উন্নতি করেছে তারা। দলের বেশ কিছু খেলোয়াড় রয়েছেন বিশ্বমানের। তাই স্বাভাবিকভাবেই দলটির বিপক্ষে কঠিন চ্যালেঞ্জে পড়তে পারেন টাইগাররা। অবশ্য এমন কিছু ভাবছেন না তামিম। সংস্করণটা ওয়ানডে বলেই আত্মবিশ্বাসী তিনি, 'চ্যালেঞ্জের কিছু না। কমবেশি সবাই-ই অভিজ্ঞ। ওদের সাথে ওয়ানডে দিয়ে শুরু করাটা সঠিক সিদ্ধান্ত। ওয়ানডেতে অবশ্যই আমরা ভালো দল। ছন্দে ফেরাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই খেলার মধ্যে আছে, এটা ইতিবাচক। দল হিসেবে ভালো করতে হবে- এটাই।'

সবশেষ ওয়ানডে ম্যাচ গত বছরের জুলাইয়ে খেলেছে বাংলাদেশ। বিরতিটা অনেক লম্বা। দীর্ঘদিন পর এ সংস্করণে ফেরায় রোমাঞ্চিত তামিমরা, 'গত জুলাইয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলাম। ৬-৭ মাস পর এসেছি। তবে সবাই রোমাঞ্চিত। দ্বিধাহীনভাবে এটা আমাদের প্রিয় ফরম্যাট। এ বছর বেশ কয়েকটা ওয়ানডে আছে। গত বছর এভাবে ছিল না। কালকের জন্য মুখিয়ে আছি। আশা করছি ভালো শুরু পাব।'

আগামীকাল জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আফগানিস্তান সিরিজ। এরপর একই ভেন্যুতে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি হবে সিরিজের বাকি দুই ম্যাচ।

Comments

The Daily Star  | English
AI-manipulated image of Shahbagh engineering students’ protest, DMP claims

Debunking DMP claim, frame by frame

The Daily Star photographer, who was present at the scene, described the incident as it unfolded

2h ago