আফগানিস্তানের বিপক্ষে তবু যে কারণে দলে নাঈম

naim sheikh
লাল বলের অনুশীলনে আলো কাড়তে পারেননি নাঈম শেখ। ছবি: ফিরোজ আহমেদ

এবার বিপিএলে রান সংগ্রাহকেরদের তালিকায় ৫০ জনের মধ্যেও নেই নাঈম শেখ। থাকবেন কি করে? ৮ ম্যাচে যে তিনি করেছেন মোটে ৫০ রান! স্ট্রাইকরেট তো আশিরও নিচে। তবু আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে দলে রাখা হয়েছে। নির্বাচক হাবিবুল বাশার সুমন দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, জাতীয় দলের হয়ে আগের বছর সর্বোচ্চ রান করাতেই নাঈমকে দলে রাখছেন তারা।

সোমবার আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ জনের দল দেয় বিসিবি। তাতে লিটন দাস ও প্রথমবার ডাক পাওয়া মুনিম শাহরিয়ারের পাশাপাশি ওপেনার হিসেবে রাখা হয়েছে নাঈমকেও।
আরও পড়ুন- আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে মুনিম, ফিরলেন লিটন-মুশফিক

এত বিবর্ণ পারফরম্যান্সের পরও  এই ওপেনারকে দলে রাখার ব্যাখ্যায় আগের বছরের পারফরম্যান্স টানলেন হাবিবুল, 'হ্যাঁ এটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকবে। কিন্তু বুঝতে হবে কিছু খেলোয়াড়কে আপনার ব্যাক করতে হবে। এই ছেলেটা কিন্তু গত বছর বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করেছে।'

২০২১ সালে ওপেনারদের মধ্যে সর্বোচ্চ ২৬ ম্যাচ খেলার সুযোগ পান নাঈম। তাতে ২৩ গড়ে করেছেন সর্বাধিক ৫৭৫ রান। তবে এই রান করতে তার স্ট্রাইকরেট ছিল মাত্র ১০০.৩৪। তবে হাবিবুল জানালেন নাঈমের স্ট্রাইকরেট নিয়ে কোন আপত্তি ছিল না টিম ম্যানেজমেন্টের, বরং তাকে নাকি এভাবেই খেলতে বলা হয়েছিল, 'স্ট্রাইকরেট কম থাকলেও সেটা কিন্তু ওর কাছ থেকে টিম ম্যানেজমেন্টই চেয়েছিল। কখনই টিম ম্যানেজমেন্ট বলে নাই যে তোমার স্ট্রাইকরেট স্লো। একটা ছেলে যখন পুরো বছরে হাইয়েস্ট স্কোরার হবে তাকে একটা টুর্নামেন্ট দেখে বাদ দেওয়াটা ধারাবাহিকতা হয় না। ওর টিকে যাওয়ার কারণ গত বছরের রান। স্ট্রাইকরেট নিয়ে টিম ম্যানেজমেন্ট থেকে কিছু বলে নাই, তারা খুশি ছিল।'

বিপিএল খারাপ গেলেও হাবিবুল মনে করছেন তাকে এখনি বিচার করার সময় আসেনি,  'একটা টুর্নামেন্ট খারাপ যেতেই পারে। কিছু কিছু প্লেয়ারদের ব্যাক করতে হবে। এবার বিপিএলে দুর্ভাগ্যজনক। ওর পজিশনে ব্যাট করতে পারেনি।'

মিনিস্টার ঢাকার হয়ে কোন ম্যাচেই ওপেন করার সুযোগ আসেনি নাঈমের। তবে পাওয়ার প্লের মধ্যে তিন নম্বরে নেমেও হতাশ করেন তিনি। সিলেট সানরাইজার্সের বিপক্ষে এক ম্যাচে দ্বিতীয় ওভারে ক্রিজে এসে নাঈম করেন ৩০ বলে ১৫ রান! পরের দিকে তাকে কোন পজিশনেই উপযুক্ত মনে করছিল না দলটি। তাকে নামানো হয় এমনকি সাত-আটেও। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এক ম্যাচে শেষ ওভারে দলের ৫ বলে ৯ রানের প্রয়োজনে নেমেছিলেন। তিনি ওই পরিস্থিতিতেও করেন ৫ বলে ২ রান। কাজে লাগাতে পারেননি ফুলটস বলও। স্ট্রাইক দিতে পারেননি অপর পাশে ফিফটি করে ক্রিজে থাকা তামিম ইকবালকে। 

Comments

The Daily Star  | English
BNP activists gather at Nayapaltan to join Labour Day rally

BNP activists gather at Nayapaltan to join Labour Day rally

Chanting slogans, the party activists and supporters began arriving at the venue from 12:00pm.

1h ago