বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে ওয়ার্ন-মার্শের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

অস্ট্রেলিয়ান ক্রিকেট তো বটেই গোটা ক্রিকেট বিশ্বের জন্যই ৪ মার্চ কালো একটি দিন। একই দিনে চিরবিদায় নিয়েছেন দুই কিংবদন্তি। সাবেক উইকেটরক্ষক-ব্যাটার রডনি মার্শের পর বিদায় নেন সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্নও। শনিবার বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ম্যাচ শুরুর আগে এ দুই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
ছবি: ফিরোজ আহমেদ

অস্ট্রেলিয়ান ক্রিকেট তো বটেই গোটা ক্রিকেট বিশ্বের জন্যই ৪ মার্চ কালো একটি দিন। এই দিনে চিরবিদায় নিয়েছেন দুই কিংবদন্তি। সাবেক উইকেটরক্ষক-ব্যাটার রডনি মার্শের পর বিদায় নেন সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্নও। শনিবার বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ম্যাচ শুরুর আগে এ দুই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এদিন ম্যাচ শুরুর আগে দুই ধাপে এক মিনিট করে নীরবতা পালন করা হয়। প্রথমে মার্শের স্মরণে এক মিনিট এরপর ওয়ার্ন স্মরণে আরও এক মিনিট নীরবতা পালন করে দুই দলের ক্রিকেটার, স্টাফ ও কলাকুশলীসহ গোটা স্টেডিয়ামের সকল দর্শকরা।

একই সঙ্গে এদিন দুই কিংবদন্তিকে স্মরণ করে কালো ব্যাজ পরে মাঠে নেমেছে বাংলাদেশ ও আফগানিস্তান দুই দলের খেলোয়াড়রাই।

এর আগে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, 'অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন ও রডনি মার্শের মৃত্যুতে গভীরভাবে শোকাহত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে শেন ওয়ার্ন ও রডনি মার্শের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।'

বাংলাদেশের মতো এদিন অনুষ্ঠিত অন্য ম্যাচগুলোতেও স্মরণ করা হয়ে এ দুই কিংবদন্তিকে। এ মুহূর্তে এ দুই কিংবদন্তির দল অস্ট্রেলিয়া খেলছে পাকিস্তানে। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামার আগে নীরবতা পালন করে তারাও। এছাড়া মোহালিতে টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামার তাদের স্মরণ করে ভারত ও শ্রীলঙ্কাও। নীরবতা পালন করা হয় নারীদের বিশ্বকাপ ম্যাচের আগেও।

লেগ স্পিন শিল্পে নতুন মাত্রা যোগ করা ওয়ার্ন শুক্রবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাক হয়েছিল তার। এর কয়েক ঘণ্টা আগে পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমান ৭৪ বছর বয়সী মার্শ। গত সপ্তাহে হার্ট অ্যাটাকের পর অ্যাডিলেডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Tamim dropped after drama

The Bangladesh Cricket Board (BCB) announced the ICC Cricket World Cup squad last night, excluding Tamim Iqbal following an uncalled-for drama involving the experienced opener.

2h ago