মুনিম-ইয়াসিরের অভিষেক, নাঈমকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।
Toss
ছবি: ফিরোজ আহমেদ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। অনুমিতভাবেই এই ম্যাচে অভিষেক হয়েছে মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলি চৌধুরী রাব্বির। তবে অনেক প্রশ্ন থাকলেও একাদশে টিকে গেছেন নাঈম শেখ। 

Yasir Ali Chowdhury & Munim Shahriar
দুই অভিষিক্ত মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলি চৌধুরী। ছবি: ফিরোজ আহমেদ

গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ইয়াসিরের। আফগানিস্তানের বিপক্ষে গত মাসে ওয়ানডে ক্যাপ পান তিনি। এবার টি-টোয়েন্টিতেও অভিষেক হলো তার। মুনিম এক বছর আগেও জাতীয় দলের আশেপাশে ছিলেন না। গত ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে নজর আসেন। এরপর এবার বিপিএলে ঝড় তুলে প্রথমবার ডাক পান জাতীয় দলে। অভিষেক হতেও দেরি হলো না তার।

বাংলাদেশের হয়ে গেল এক বছর রান করলেও টি-টোয়েন্টিতে প্রশ্নবিদ্ধ ছিল নাঈমের ব্যাটিং। গত বিপিএলে চূড়ান্ত ব্যর্থ ছিলেন তিনি। তবে একাদশ নির্বাচনকে নাঈমকেই বাছলেন নির্বাচকরা। স্কোয়াডে থাকা সম্ভাব্য তিন ওপেনারকেই একাদশে রাখা হয়েছে। 

উইকেটে ঘাস থাকলেও পেসারদের উপর ভর করেনি বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম খেলছেন। একাদশে জায়গা হয়নি তাসকিন আহমেদের। বাঁহাতি স্পিনে আছেন নাসুম আহমেদ। অলরাউন্ডার সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসান মিলিয়ে স্পিন অপশন তিনটি। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, মুনিম শাহরিয়ার, নাঈম শেখ,  সাকিব আল হাসান,  মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ , শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হযরতুল্লাহ জাজাই, রাহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি,  দাওরিস রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, কাইস আহমেদ। 

Comments

The Daily Star  | English

Foreign airlines’ $323m stuck in Bangladesh

The amount of foreign airlines’ money stuck in Bangladesh has increased to $323 million from $214 million in less than a year, according to the International Air Transport Association (IATA).

12h ago