লিটন-মুশফিক পেলেন প্রধানমন্ত্রীর অভিনন্দন, জয় পাচ্ছেন পুরস্কার

ছবি: ফিরোজ আহমেদ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যখন আফগানিস্তানের বিপক্ষে লড়ছিল বাংলাদেশ, তখন টেলিভিশনের পর্দায় ম্যাচটিতে নজর রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অভিনন্দন পেয়েছেন সেঞ্চুরিয়ান লিটন দাস ও মুশফিকুর রহিম। বদলি নেমে সীমানার কাছে দুর্দান্ত ক্যাচ ধরে তাকে মুগ্ধ করেছেন মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়ের পর এসব কথা জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার আফগানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ঘরে তোলা নিশ্চিত করেছে বাংলাদেশ। ৪ উইকেটে ৩০৬ রান তুলে তামিম ইকবালের নেতৃত্বাধীন দল জিতেছে ৮৮ রানের বড় ব্যবধানে। এতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেছে টাইগাররা। জয়ের পর বোর্ড প্রধান নাজমুলকে ফোন করেন প্রধানমন্ত্রী। আলাপে তিনি প্রশংসা করেন বাংলাদেশ দলের পারফরম্যান্সের।

গণমাধ্যমের কাছে নাজমুল জানান, ম্যাচের বিষয়ে প্রধানমন্ত্রী তাকে মোট পাঁচবার ফোন করেছেন, 'আমি জানি, আপনারা সকলেই খুশি। সারা দেশের মানুষই খুশি। মাননীয় প্রধানমন্ত্রী আজকের ম্যাচের জন্য পাঁচবার ফোন করেছেন। আপনি চিন্তা করতে পারেন? টিভির সামনে সারাক্ষণ বসেছিলেন এবং প্রথমে যখন খেলা শুরু হলো, তখন বলেছেন, খুব ভালো খেলছে।'

এই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ১২৬ বলে ১৩৬ রানের ঝলমলে ইনিংস খেলা লিটন। পার্শ্বনায়কের ভূমিকায় ছিলেন মুশফিক। তিনি ৮৬ রান করেন ৯৩ বল খেলে। তাদের ২০২ রানের রেকর্ড জুটিতে মেলে বড় পুঁজি। এরপর তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, শরিফুল ইসলামরা বল হাতে রাখেন অবদান। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা জয়ও মাঠে নামার সুযোগ কাজে লাগান দারুণভাবে। ৪৪তম ওভারে মাহমুদউল্লাহর বলে সীমানার কাছে অবিশ্বাস্য এক ক্যাচ ধরে তিনি বিদায় করেন আফগানিস্তানের মুজিব উর রহমানকে।

লিটন ও মুশফিককে অভিনন্দন জানানোর পাশাপাশি জয়কে পুরস্কৃত করার ভাবনার কথাও নাজমুলকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, '(প্রধানমন্ত্রী) সেঞ্চুরির পর অভিনন্দন জানান লিটনকে। মুশফিককেও। শেষে বলেন, যে ক্যাচটা ধরল ওর নাম কী? ওকে পুরস্কার দিতে হবে। এত সু্ন্দর ক্যাচ ধরেছে সে। পুরো খেলাটা তিনি দেখেছেন ও উপভোগ করেছেন।'

Comments

The Daily Star  | English

Students’ unions: Legal bars, admin delays stall polls in many universities

Of 56 public universities across the country, only seven have the legal provision for a central students' union

8h ago