শামীমের আরও প্রস্তুতি দরকার, সোহান বাদ রান খরায়

গত পাঁচটি সিরিজ ধরে টি-টোয়েন্টি দলের সঙ্গে ছিলেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি। এই দুজন এবার হারিয়েছেন জায়গা। আশার আলো নিয়ে জাতীয় দলে এলেও নির্বাচক হাবিবুল বাশার বলছেন, আরও প্রস্তুত হওয়া দরকার শামীমের। আর টানা বাজে পারফরম্যান্স দিয়েই নির্বাচকদের হতাশ করেছেন সোহান। 

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সোমবার ঘোষিত দলে বাদ পড়েন ছয়জন। এদের মধ্যে - নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, আকবর আলিরা সর্বশেষ সিরিজে আচমকা ডাক পেয়েছিলেন। আকবর খেলার সুযোগ পাননি। সাইফ দুই ম্যাচে হন ব্যর্থ, শান্ত ব্যর্থ পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজে। বিপ্লব কিছু উইকেট পেলেও আহামরি কিছু করেননি।

উল্লেখযোগ্য বাদ পড়াদের মধ্যে তাই শামীম ও সোহান। দ্য ডেইলি স্টারকে হাবিবুল জানান তাদের বাদ পড়ার পেছনে পারফরম্যান্সই কারণ, 'অবশ্যই পারফরম্যান্স। তাছাড়া স্কোয়াড ছোট হয়েছে। কয়েকজন ফিরেছে। ১৭ জনের জায়গায়  ১৪ জন হয়েছে। সেজন্য  বাদ পড়েছে।  ১৪ জনের দলে দুইজন কিপার রাখা মুশকিল। যেহেতু দুইটা টি-টোয়েন্টি বাড়তি কাউকে রাখা হয়নি।'

সদ্য সমাপ্ত বিপিএলে  ফরচুন বরিশালের হয়ে ১০ ম্যাচে সোহান করেন মাত্র ৬৬ রান। গড় ৮.২৫, সর্বোচ্চ স্কোর ১৭। জাতীয় দলের হয়েও একই করুণ অবস্থা তার। তার দলে থাকাই হতো অনেকটা বিস্ময়ের।

সোহানের থেকে বিপিএলে শামীমের পারফরম্যান্স ছিল কিছুটা ভালো। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ১০ ম্যাচে ১১৭.১৪ স্ট্রাইক রেটে করেন ১৬৪ রান। ছিল একটি ফিফটি। তবে তা দলে থাকার জন্য যথেষ্ট হয়নি। জাতীয় দলে যে চিন্তায় এসেছিলেন সেই দ্রুত রান আনার কাজ তাকে দিয়ে এখনো হচ্ছে না। হাবিবুল জানালেন শামীমের স্ট্রাইকরেট আমলে নিয়ে তাকে আপাতত বাইরে রেখেছেন,  'শামীমকে নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। তরুণ ছেলে। শুরু করেছে মোটামুটি। আমরা চাচ্ছি আরেকটু প্রস্তুত হোক। তার বেলায় বিশেষ করে  স্ট্রাইকরেটটা একটু ফোকাস করেছি।'

Comments

The Daily Star  | English

22 sectors still pay wages below poverty line

At least 22 sectors in Bangladesh continue to pay their workers much less than what is needed to meet basic human needs.

11h ago