ওমিক্রন ভেরিয়েন্ট: আগেভাগেই ফিরে যাচ্ছেন পাকিস্তানের বোলিং পরামর্শক

করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের কারণে এরমধ্যেই অনেক দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। সে ধারায় খুব শীগগিরই বাকি দেশগুলোও একই সিদ্ধান্ত নিচ্ছে। দেশে ফেরার ফ্লাইট সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আগে পাকিস্তান দলের সঙ্গে থাকা প্রোটিয়া বোলিং পরামর্শক ভের্নন ফিল্যান্ডারকে দেশে পাঠাচ্ছে পিসিবি।

টি-টোয়েন্টি সিরিজ শেষে পাকিস্তান দল বর্তমানে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশে। দলের বোলিং পরামর্শক ফিল্যান্ডারের ফিরে যাওয়ার কথা ছিল অবশ্য প্রথম টেস্ট পরই। তবে দক্ষিণ আফ্রিকায় লকডাউনের আভাসে একদিন আগেই ফিরছেন তিনি। মঙ্গলবার (৩০ নভেম্বর)  তার দেশে ফেরার বিমান ধরার কথা নিশ্চিত করেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। 

মাঝে কিছুটা শান্ত থাকলেও সাম্প্রতিক সময়ে ফের আতঙ্কের বড় নাম হয়ে উঠছে করোনাভাইরাস। বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার 'ওমিক্রন' বি.১.১.৫২৯ নামের ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে আফ্রিকান দেশগুলোতে। এর সংক্রমণ আটকাতে দক্ষিণ আফ্রিকাসহ নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো, এস্বাতিনী ও মোজাম্বিকের ওপর ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে অনেক দেশ। সে তালিকায় রয়েছে বাংলাদেশও।

চতুর্থ দিন শেষে চট্টগ্রাম টেস্টে ভালো অবস্থানে আছে পাকিস্তান। বোলারদের অসাধারণ বোলিংয়ে প্রথম ইনিংসে ৪৪ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় বড় লিড দিতে পারেনি বাংলাদেশ। ২০২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়। সে লক্ষ্য এদিনই বিনা উইকেটে ১০৯ রান তুলেছে পাকিস্তান। শেষ দিনে আর প্রয়োজন ৯৩ রানের।

Comments

The Daily Star  | English

EC unveils roadmap for 13th national polls

Delimitation, voter list and party registration among 24 key tasks ahead of February 2026 vote

9m ago