বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি

ছবি: ফিরোজ আহমেদ

আগের দিন বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনে খেলা বন্ধ ছিল প্রায় আধা ঘণ্টা। এরপর ফের মাঠে গড়ালেও তৃতীয় সেশন পুরোটাই ভেস্তে যায় আলোক স্বল্পতার কারণে। পুষিয়ে নিতে তাই এদিন খেলা শুরু হওয়ার কথা ছিল নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে। কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সকাল থেকেই চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেকারণে খেলা শুরু হতে দেরি হচ্ছে।

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে পারেনি বৃষ্টির বাগড়ায়। সঙ্গে রয়েছে আলোক স্বল্পতা।

সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা। স্টেডিয়ামের চারপাশের আবহাওয়া গুমোট। নয়টার পর থেকে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। সেকারণে উইকেট থেকে কাভার সরানোরও সুযোগ মেলেনি।

সোয়া নয়টায় মাঠ পরিদর্শন করার কথা ছিল দুই আম্পায়ারের। কিন্তু তারা বৃষ্টির কারণে মাঠেই নামতে পারেননি। দুই দল অবশ্য সময়মতো মাঠে নেমেছিল। গা গরমের পাশাপাশি বৃষ্টির মাঝে অনুশীলন করেন কয়েক জন ক্রিকেটার।

প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫৭ ওভারে ২ উইকেটে ১৬১ রান তুলেছে পাকিস্তান। আলোক স্বল্পতায় বিকাল ৪টা ৬ মিনিটে মাঠ পর্যবেক্ষণ করে দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন দুই আম্পায়ার শরফুদৌল্লাহ সৈকত ও মাইকেল গফ।

৯৯ বলে ৬০ রান নিয়ে ক্রিজে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজক। ১১২ বলে ৩৬ রান নিয়ে খেলছেন আজহার আলি। তাদের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটির সংগ্রহ ১৯২ বলে ৯১ রান।

Comments

The Daily Star  | English

Engineering univ students block Shahbagh with three-point demand

The students brought out a procession and occupied the intersection around 11:30am

54m ago