ভেস্তে গেল দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা

বৃষ্টির কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে।
ছবি: ফিরোজ আহমেদ

সকাল থেকে শুরু হওয়া টিপটিপ বৃষ্টি থামল সকাল দশটার কিছু পর। এরপর পর্যায়ক্রমে মাঠ থেকে সরিয়ে নেওয়া হলো কাভার। কিন্তু ফের বৃষ্টি নামায় আবার উইকেট দেওয়া হলো ঢেকে। প্রায় আধা ঘণ্টা পর থামল বৃষ্টি। ১১টার দিকে মাঠ পরিদর্শন করে আম্পায়াররা দিলেন খেলা শুরু করার সিদ্ধান্ত। কিন্তু আরেক দফা বৃষ্টির বাগড়ায় প্রথম সেশন গেল ভেস্তে।

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। সকাল ১১টা ২০ মিনিটে খেলা শুরু হওয়ার ঘোষণা দেওয়া হলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। বরং আগেভাগে মধ্যাহ্ন বিরতিতে গেছে দুই দল। দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত চলবে মধ্যাহ্ন বিরতি।

কাভার সরিয়ে ফেলা হলেও উইকেট ঢেকে রাখা হয়েছে। আম্পায়ারদের সিদ্ধান্তের পর নিজ নিজ ড্রেসিং রুমের সামনে বেরিয়ে এসেছিলেন দুই দলের ক্রিকেটাররা। জার্সি গায়ে তারা শুরু করেছিলেন গা গরম। কিন্তু ফের বৃষ্টি শুরু হওয়ায় তারা মাঠ ছেড়ে ফিরে যান।

আগের দিন বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনে খেলা বন্ধ ছিল প্রায় আধা ঘণ্টা। এরপর ফের মাঠে গড়ালেও তৃতীয় সেশন পুরোটাই ভেস্তে যায় আলোক স্বল্পতার কারণে। পুষিয়ে নিতে তাই এদিন খেলা শুরু হওয়ার কথা ছিল নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে, সকাল সাড়ে নয়টা থেকে। কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সকাল থেকেই চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেকারণে মাঠে গড়াতে পারেনি ব্যাট-বলের লড়াই।

প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫৭ ওভারে ২ উইকেটে ১৬১ রান তুলেছে পাকিস্তান। আলোক স্বল্পতায় বিকাল ৪টা ৬ মিনিটে মাঠ পর্যবেক্ষণ করে দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন দুই আম্পায়ার শরফুদৌল্লাহ সৈকত ও মাইকেল গফ।

৯৯ বলে ৬০ রান নিয়ে ক্রিজে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ১১২ বলে ৩৬ রান নিয়ে খেলছেন আজহার আলি। তাদের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটির সংগ্রহ ১৯২ বলে ৯১ রান।

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

12m ago