৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে বাংলাদেশ

ছবি: ফিরোজ আহমেদ

টেস্ট অভিষেকে প্রথম ইনিংসটা স্মরণীয় করে রাখতে পারলেন না মাহমুদুল হাসান জয়। বরং আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর অভিজ্ঞতা ভুলে যেতে চাইবেন তিনি। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে ওপেনিংয়ে নেমে তিনি সাজঘরে ফিরলেন শূন্য রানে। চট্টগ্রামে আগের টেস্টে ব্যর্থ আরেক ওপেনার সাদমান ইসলামও টিকলেন না। বাজে শটে উইকেট খোয়ালেন তিনি। এরপর দ্রুত রান নিতে গিয়ে রানআউটে কাটা পড়লেন অধিনায়ক মুমিনুল হক। তাতে ব্যাটিংয়ের শুরুতেই বিপাকে পড়ল বাংলাদেশ।

মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের ইনিংস ঘোষণার পর ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় স্বাগতিকরা। ৭ বল খেলে ডাক মেরে বিদায় নেন ডানহাতি ওপেনার জয়। নবম ওভারে বাঁহাতি সাদমান আউট হন ২৮ বলে ৩ রানে। দুজনকেই ফেরান পাকিস্তানের অফ স্পিনার সাজিদ খান। দ্বিতীয় সেশনের শেষ বলে হাসান আলির সরাসরি দুর্দান্ত থ্রোতে কাটা পড়ে মুমিনুল মাঠ ছাড়েন ২ বলে ১ রান করে।

এই প্রতিবেদন লেখার সময়, চতুর্থ দিনের চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০.১ ওভারে ৩ উইকেটে ২২ রান। ২৪ বলে ১৩ রানে অপরাজিত আছেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত। তৃতীয় সেশনে খেলা শুরু হলে তার সঙ্গী হবেন নতুন ব্যাটার।

প্রথম তিন ওভারে তিন ভিন্ন বোলার ব্যবহার করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পেসার শাহিন শাহ আফ্রিদি প্রথম ওভার করার পর যথেষ্ট আলোর অভাবে আক্রমণে আসেন বাঁহাতি স্পিনার নুমান আলি। তৃতীয় ওভারে বল তুলে দেওয়া হয় অফ স্পিনার সাজিদের হাতে। তার করা পঞ্চম বলটি ক্রিজ ছেড়ে এগিয়ে খেলতে চেয়েছিলেন জয়। কিন্তু অফ স্টাম্পের বাইরে বেরিয়ে যাওয়া বলটি তার ব্যাট ছুঁয়ে জমে পড়ে স্লিপে থাকা বাবরের হাতে।

বাংলাদেশের ২৪তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে শূন্য রানে আউট হন জয়। সবমিলিয়ে দলটির জন্য এটি ২৬তম ঘটনা। অভিষেক টেস্টে দুই ইনিংসেই শূন্য রানে সাজঘরে ফেরেন আলমগির কবির ও কামরুল ইসলাম রাব্বি।

সাদমান আউট হন জায়গায় দাঁড়িয়ে স্কয়ার কাট করতে গিয়ে। কিছুটা লাফিয়ে ওঠা বলে ঠিকমতো ব্যাটের সংযোগ ঘটাতে পারেননি তিনি। সহজ ক্যাচ নেন হাসান। এরপর তার থ্রোতেই জীবন হারান পয়েন্টে বল ঠেলে রান নিতে দৌড় দেওয়া মুমিনুল।

দ্বিতীয় সেশনের পানি পানের বিরতির কিছুক্ষণ পর প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারী পাকিস্তান। ৯৮.৩ ওভার খেলে তারা ৪ উইকেট হারিয়ে তোলে ঠিক ৩০০ রান। ফাওয়াদ আলম ৯৬ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। তার আগে ফিফটি তুলে নেওয়া উইকেটরক্ষক-ব্যাটার রিজওয়ান আহমেদ ৯৪ বলে করেন অপরাজিত ৫৩ রান। তাদের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটির রান ১৮৪ বলে ১০৩।

বৃষ্টির বাধা এড়িয়ে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর খেলা মাঠে গড়ালে শুরুটা দারুণ হয় বাংলাদেশের। ৫ ওভারের মধ্যে তারা তুলে নেয় ২ উইকেট। আজহার আলিকে ফেরান পেসার ইবাদত হোসেন। পাকিস্তানের অধিনায়ক বাবরকে বিদায় করেন সৈয়দ খালেদ আহমেদ। তৃতীয় টেস্ট খেলতে নেমে এই সংস্করণে নিজের প্রথম উইকেটের স্বাদ পান তিনি। এরপর স্বাগতিকদের হতাশায় ঠেলে রান বাড়াতে থাকেন ফাওয়াদ ও রিজওয়ান।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান প্রথম ইনিংস: ৯৮.৩ ওভারে ৩০০/৪ ইনিংস ঘোষণা (আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৫৬, বাবর ৭৬, ফাওয়াদ ৫০*, রিজওয়ান ৫৩*; ইবাদত ১/৮৮, খালেদ ১/৪৯, সাকিব ০/৫২, তাইজুল ২/৭৩, মিরাজ ০/৩৭)।

Comments

The Daily Star  | English

Finance adviser sees no impact on tax collection from NBR dissolution

His remarks came a day after the interim government issued an ordinance abolishing the NBR and creating two separate divisions under the finance ministry

51m ago