মুমিনুলের পর লিটনেরও সেঞ্চুরি হাতছাড়া 

তিন অঙ্কের একদম কাছে গিয়ে হতাশাজনক সমাপ্তি হয়েছে তাদের। 
Liton Das
সেঞ্চুরির পথে লিটনের শট। ছবি: ফিরোজ আহমেদ

লিটন দাস-মুমিনুল হকের দেড়শো ছাড়ানো জুটিতে লিড নিয়ে হাসছিল বাংলাদেশ। লিড অনেক বড় করার পাশাপাশি সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন দুজনেই। তবে তিন অঙ্কের একদম কাছে গিয়ে হতাশাজনক সমাপ্তি হয়েছে তাদের। 

মাউন্ট মাঙ্গানুই টেস্টে ৩৭০ রান ৬ষ্ঠ উইকেট হারিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের ৩২৮ রান থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত লিড নিয়ে নিয়েছে ৪২ রানের।

২৪৪ বলে ৮৮ করে আউট হয়েছেন অধিনায়ক মুমিনুল,  ১৭৭ বলে ৮৬ রান করে থেমেছেন লিটন। দুজনের উইকেটই নিয়েছেন ট্রেন্ট বোল্ট। বোল্টের ভেতরে ঢোকা বলে পেছনের পায়ে খেলতে গিয়ে এলবিডব্লিউ হন বাংলাদেশ অধিনায়ক। লিটন ফেরেন বাজে শটে। 

বোল্টের অনেক বাইরের বল তাড়া করে ক্যাচ দেন উইকেটের পেছনে। ঠিক আগের বলেই বাইরের বল তাড়া করে অল্পের জন্য বেঁচেছিলেন। কিন্তু সেঞ্চুরির কাছে থাকলেও সতর্ক পথে হাঁটেননি তিনি। এই আউটের আগ পর্যন্ত লিটনের ইনিংসে নেই কোন খুত। খেলেছেন বরাবরের মতই নান্দনিকতায়। মেরেছেন ১০ রান। 

অধিনায়ক মুমিনুল ছিলেন বিপরীতধর্মী অ্যাপ্রোচে। থিতু হতে অনেক সময় নেন তিনি। রান বাড়িয়েছেন ধীরলয়ে। ৯ রানে ওয়ার্নারের বলে ক্যাচ দিয়েও নো বলের কারণে বেঁচে যাওয়া ধৈর্যশীল ইনিংসটা তিন অঙ্কের পূর্ণতার দিকেই ছুটছিল। কিন্তু শেষ হয়ে যায় আচমকা। পঞ্চম উইকেটে লিটন-মুশফিক আনেন ১৫৮ রান। তাতে শক্ত অবস্থান পেয়ে যায় বাংলাদেশ। 

মেহেদী হাসান মিরাজকে নিয়ে এখন রান বাড়ানোর চেষ্টায় ক্রিজে আছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। 
 

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

6h ago