ডিকভেলা-চান্দিমালের ব্যাটে নিভে গেল নাটকীয়তার সম্ভাবনা

ম্যাচের ফলের আশা নেই। নিজেদের মধ্যে খুনসুটিতে বাংলাদেশ দল। ছবি: ফিরোজ আহমেদ

প্রথম সেশনে ২ উইকেট নেওয়ার পর দিমুথ করুনারত্নেকেও ফিরিয়ে দিয়েছিলেন তাইজুল ইসলাম। সাকিব আল হাসান তুলে নিয়েছিলেন ধনঞ্জয়া ডি সিলভাকে। রোমাঞ্চের মৃদু একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে নিরোশান ডিকভেলাকে নিয়ে তা একদমই ম্লান করে দিয়েছেন দীনেশ চান্দিমাল।

চট্টগ্রাম টেস্টের শেষ দিনের চা-বিরতি পর্যন্ত  ৬ উইকেটে ২০৫  রান তুলেছে শ্রীলঙ্কা। এগিয়ে গেছে ১৩৭ রানে।   বাকি এক সেশন থেকে এই ম্যাচে ফল বের হওয়া এখন অসম্ভবের কাছাকাছি।  ম্যাচের পরিস্থিতি বলছে ঘন্টাখানেক আগেই দু'দল ড্র মেনে নিতে পারে।

৪ উইকেটে ১২৮ রান নিয়ে নেমে আর ১৫ রান যোগ করেই করুনারত্নেকে হারায় লঙ্কানরা। ফিফটি করে থিতু থাকা লঙ্কান অধিনায়ক তাইজুলের বলে খানিকটা এগিয়ে এসে মারতে গিয়ে সহজ ক্যাচ দেন তিনি। ধনঞ্জয়া খেলছিলেন সাবলীলভাবে। সাকিবের বলে আচমকা পুল শটে আত্মাহুতি দেন তিনি।

এরপরের ১৭ ওভার টিকে আরও ৪৪ রান তুলেন ডিকভেলা- চান্দিমাল। খেলায় ফলের সম্ভাবনা প্রায় নিভে যায় তাদের খেলায়। ডিকভেলা কিছুটা আগ্রাসী খেললেও চান্দিমাল মন দেন উইকেটে পড়ে থাকায়। দলকে নিরাপদে রাখতে কোন রকম ঝুঁকি নেননি তিনি।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

4h ago