বৃষ্টির কবলে দ্বিতীয় সেশনের খেলা

Rain
ছবি: ফিরোজ আহমেদ

লাঞ্চ বিরতির ঠিক আগে আগেই নামে বৃষ্টি। সেই বৃষ্টির তীব্রতা ক্ষণে ক্ষণেই বেড়েছে। লাঞ্চ বিরতির পর তাই খেলা শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হয়নি।

বুধবার মিরপুর টেস্টের তৃতীয় দিন সকালে আবহাওয়া ছিল স্বাভাবিক। তবে ঘন্টাখানেক খেলা হওয়ার পর মেঘ জমতে থাকে আকাশে। সেই মেঘ ঘন হয়ে প্রথম সেশনের পর তৈরি করেছে বৃষ্টি।

দুপুর সোয়া একটাই এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল মিরপুরে। বাংলাদেশের ৩৬৫ রানের জবাবে ৪ উইকেটে ২১০ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে ইনিংস এগিয়ে নেওয়ার অপেক্ষা বাড়ছে তাদের।

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা আধুনিক থাকায় বৃষ্টি থামলে দ্রুততম সময়ের মধ্যে খেলা শুরু হওয়া সম্ভব।

সকালে ২ উইকেটে ১৪৩ রান নিয়ে  ব্যাট করতে নামা শ্রীলঙ্কানদের চাপে ফেলার চেষ্টা করেন ইবাদত হোসেন ও সাকিব আল হাসান।

ইবাদত তার প্রথম স্পেলে কেবল নাইটওয়াচম্যাচ কাসুন রাজিতার উইকেট পেলেও বল করেছেন দারুণ। অ্যাঞ্জেলো ম্যাথিউস-ধনঞ্জয়া ডি সিলভাদের ভুগিয়েছেন বিস্তর। সাকিব ছিল ভীষণ আঁটসাঁট। ব্যাটসম্যানদের বেধে রাখার চেষ্টা করে ফলও পেয়েছেন। দারুণ এক ক্ল্যাসিকাল বাঁহাতি স্পিনে বোল্ড করে দেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নেকে।

এরপর ধনঞ্জয়া-ম্যাথিউস মিলে ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে এগিয়ে নিচ্ছেন দলকে।

Comments

The Daily Star  | English

Wait for justice: 21 years and counting

The final judgment in the cases is now pending with the Appellate Division as trial proceedings have been completed at the lower court and HC Division

11h ago