লিটন না পারলেও সেঞ্চুরি পেলেন মুশফিক

সম্ভাবনা ছিল দুই জনেরই। চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়ে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। ব্যাপারটা এমন ছিল কে আগে করবেন সেটাই ছিল দেখার বিষয়। কিন্তু অফস্টাম্পের বেশ বাইরের বল খেলতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন লিটন। তবে হতাশ করেননি মুশফিক। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি।
ছবি: স্টার

সম্ভাবনা ছিল দুই জনেরই। চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়ে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। ব্যাপারটা এমন ছিল কে আগে করবেন সেটাই ছিল দেখার বিষয়। কিন্তু অফস্টাম্পের বেশ বাইরের বল খেলতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন লিটন। তবে হতাশ করেননি মুশফিক। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনের চা বিরতির আগ পর্যন্ত ১০৪ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন মুশফিক। চার নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি তুলে নেওয়ার পথে দিয়েছেন ধৈর্যের দারুণ এক পরীক্ষা। তিন অঙ্ক স্পর্শ করতে বল মোকেবালা করেছেন ২৭০টি।

সেঞ্চুরির পথে পুরো ইনিংসে মাত্র ৪টি চার মারা এ ব্যাটার তিন অঙ্ক ছুঁয়েছেন চার মেরেই। আসিথা ফের্নান্ডোর বলে গ্লান্স করে দিয়ে ফাইন লেগ দিয়ে সীমানা পার করেন তিনি।

সবশেষ দুটি সেঞ্চুরিকেই ডাবলে পরিণত করেছিলেন মুশফিক। ২০২০ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন শেষটা। এরপর ১৮ ইনিংস পর ফের ফের তিন অঙ্কের দেখা পেয়েছেন এ ব্যাটার। মাঝে গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন। কিন্তু ৯১ রানে আউট হন তিনি।

আগের দিনই ফিফটি তুলে নেওয়া মুশফিক এদিন ব্যাটিংয়ে নামেন ৫৩ রান নিয়ে। ১২৪ বলে ২টি চারের সাহায্যে ফিফটি স্পর্শ করা এ ব্যাটার এরপর বাকি পঞ্চাশ করতে খেলেছেন আরও ১৪৬টি বল। আর এ সময়েও চার মেরেছেন ২টি।

এদিন অনন্য একটি নজিরও গড়েছেন মুশফিক। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রান পার করেছেন এ অভিজ্ঞ ব্যাটার। চতুর্থ দিনে মাঠে নামার আগে এ মাইলফলক থেকে ১৫ রান দূরে ছিলেন। সাবধানী ব্যাটিংয়ে প্রথম ঘণ্টায় করেন কেবল ১৪ রান। এরপর পানি-পানের বিরতি শেষে প্রথম ওভারেই এ কীর্তি গড়েন তিনি।

লিটনের সঙ্গে মুশফিকের জুটিতে মনে হয়েছিল বিশাল লিডই নিতে যাচ্ছে বাংলাদেশ। তবে লিটনের আউটের পর বদলে যায় ম্যাচের চিত্র। ঠিক পরের বলেই আউট হন আগের দিন সেঞ্চুরি তুলে নেওয়া তামিম ইকবালও। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব আল হাসানও। তবে মুশফিকের ব্যাটে এখন পর্যন্ত ৩৯ রানের লিড পেয়েছে টাইগাররা। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪৩৬ রান।

Comments

The Daily Star  | English

Lightning strikes claim 7 lives in 4 districts

At least seven people died and nine others were injured in lightning strikes in Rangamati, Sylhet, Khagrachhari, and Cox’s Bazar districts today

54m ago