শুরুতেই পাঁচ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

টস জেতার স্বস্তি ব্যাট করতে নেমেই নিভে গেল বাংলাদেশের। প্রথম দুই ওভারেই দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবালের উইকেট হারায় স্বাগতিকরা। টিকতে পারেননি অধিনায়ক মুমিনুল হকও। 
Mahmudul Hasan Joy
স্টাম্প উড়ে যাচ্ছে মাহমুদুল হাসান জয়ের। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

টস জেতার স্বস্তি ব্যাট করতে নেমেই নিভে গেল বাংলাদেশের। প্রথম দুই ওভারেই দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবালের উইকেট হারায় স্বাগতিকরা। টিকতে পারেননি অধিনায়ক মুমিনুল হক, দুই অঙ্কে যাওয়ার আগে ফেরেন নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসান ফেরেন প্রথম বলেই। 

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২৪ রানে ৫ উইকেট হারিয়ে মহা বিপদে পড়েছে বাংলাদেশ। 

ইনিংসের একদম দ্বিতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ। কাসুন রাজিতার ভেতরে ঢোকা বল আলসে ভঙিতে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান মাহমুদুল হাসান জয়। 

দ্বিতীয় ওভারে বিদায় নেন তামিম ইকবালও। আসিতা ফার্নান্দোর আউটস্যুয়িং ডেলিভারি ফ্লিক করতে গিয়ে আউটসাইড এজড হয়ে তামিম ক্যাচ দেন পয়েন্টে। চোখধাঁধানো ফিল্ডিংয়ে ঝাঁপিয়ে পড়া তা হাতে জমান প্রবিন জয়াবিক্রমা। ৬ রানে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট। 

টেস্টে এই নিয়ে তৃতীয়বার বাংলাদেশের দুই ওপেনারই ফিরলেন খালি হাতে। এর আগ ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ওপেনার ফিরেছিলেন ০ রানে। ২০১০ সালে ভারতের বিপক্ষেও দেখা গিয়েছিল এই ঘটনা। তিনবারই এই দৃশ্য দেখা যায় মিরপুরের হোম অব ক্রিকেটে। তামিম ছিলেন প্রতিটি ক্ষেত্রে।

দুই উইকেট হারিয়ে দিশেহারা দলকে পথ দেখাতে পারেননি মুমিনুল। রানখরায় থাকা বাংলাদেশ অধিনায়ক ইতিবাচক অ্যাপ্রোচে দুই চার মেরেছিলেন।  তার ইনিংস স্থায়ী হয়েছে ৯ বল। আসিতার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। 

তিনে নেমে এক পাশে উইকেট পতনের টিকে থাকার চেষ্টায় ছিলেন শান্ত। কিন্তু রাজিতার ভেতরে ঢোকা এক বল তার স্টাম্প উড়িয়ে নিয়ে যায় প্রায় কিপারের কাছে। পরের বলেই সাকিব আরেকটি ভেতরে ঢোকা বলে হয়ে যান এলবিডব্লিউ। 

Comments

The Daily Star  | English

Heat takes a toll on expecting mothers

Pregnant women are more prone to heat-related illnesses like exhaustion and heatstroke

15h ago