তাসকিনকে নিয়ে অনিশ্চয়তা কাটছে না

Taskin Ahmed

এবার বিপিএলের শুরুতে ঝাঁজালো পারফরম্যান্স ছিল তাসকিন আহমেদের। কিন্তু চট্টগ্রাম পর্বে গিয়ে আর তাল রাখতে পারেননি। পারিশ্রমিক নিয়ে সিলেট সানরাইজার্স কর্তৃপক্ষের সঙ্গে তার একটি 'ভুল বোঝাবুঝির' খবরও এসময় বের হয়। এসবের মধ্যে পীঠের চোটেও পড়েছেন এই তারকা পেসার।

ড্রাফটের বাইরে থেকে তাসকিনকে দলে নিয়েছিল সিলেট সানরাইজার্স। তাকে ঘিরেই সাজিয়েছিল দল। বর্তমান জাতীয় দলের একমাত্র প্রতিনিধি হিসেবে দলটিতে ছিলেন তিনি। কিন্তু প্রথম চার ম্যাচ খেলার পর পঞ্চম ম্যাচে তাকে দেখা যায়নি সিলেটের একাদশে। দলটির ৬ষ্ঠ ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে যায়।

তলানিতে থাকা সিলেটের পরের ধাপে উঠার সম্ভাবনা ক্ষীণ। বাকি থাকবে চার ম্যাচে। তাতে তাসকিনকে পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। 

শনিবার সানরাইজার্সের ফিজিও জয় সাহা এক ভিডিও বার্তায় জানান, এমআরআই পরীক্ষায় তাসকিনের পীঠের পুরনো চোটের খবর জানা গেছে,  'তাসকিনের পীঠের চোটটা পুরনো ছিল। চট্টগ্রাম পর্বের খেলা শেষে উনি জানাচ্ছিলেন যে ব্যথা হচ্ছে। এরপর আমরা এমআরআই করাই। আগের চোটটাই আবার ফিরে এসেছে।'

জয় জানান, জাতীয় দলের কথা মাথায় রেখে বিসিবির পরামর্শে তাসকিনকে নিয়ে সতর্ক পথে হাঁটবেন তারা। পুরোপুরি সেরে না উঠলে তাকে খেলানো হবে না, 'বিসিবির ফিজিও বায়েজিদ ভাইয়ের সঙ্গে আমরা কথা বলি। তার পরামর্শ অনুযায়ী চিকিৎসাটা চলছে। তাকে নিয়ে আমরা ঝুঁকি নিতে পারছি না কারণ সামনে আফগানিস্তান সিরিজ আছে। উনি যেন ওইটাতে খেলতে পারেন সেটাও দেখতে হচ্ছে। পীঠে ব্যথা না কমা পর্যন্ত তাকে আমরা খেলাতে পারছি না।'

বিপিএলে 'বি' ক্যাটাগরি থেকে ৩৫ লাখ টাকার পারিশ্রমিকে তাসকিনকে দলে নেয় সিলেট। চট্টগ্রাম পর্ব চলাকালীন জানা যায়, পারিশ্রমিকের পুরো টাকা না পেলে খেলবেন না তাসকিন। যদিও বিসিবি জানায়, নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট চলাকালীন তাসকিনকে ৭০ শতাংশ পারিশ্রমিক বুঝিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। পরে তাসকিন ও সিলেট কর্তৃপক্ষ উভয়েই জানায়, পারিশ্রমিকের টাকা নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। তা নিরসনও হয়ে গেছে।

৬ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে সবার নিচে থাকা সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি সিলেট পর্বে টানা তিন দিনে খেলবে তিন ম্যাচ। সোমবার তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। মঙ্গলবার খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। বুধবার নবম ম্যাচে তারা নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

25m ago