মাঠেই ধূমপান করলেন শাহজাদ!

ছবি: ফিরোজ আহমেদ (দ্য ডেইলি স্টার ধূমপানকে নিরুৎসাহিত করে এবং এই ধরনের ছবি প্রকাশ করা থেকে বিরত থাকে। কিন্তু যেহেতু আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ মাঠের ভেতরে ধূমপান করে ক্রিকেটীয় আইন ভঙ্গ করেছেন, সেহেতু বিষয়টিকে যথাযথভাবে উপস্থাপনের জন্য ছবিটি ব্যবহার করা হয়েছে)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আর বিতর্ক যেন নিত্যসঙ্গী। চলতি মৌসুমেও সেটার কোনো পরিবর্তন ঘটেনি। এবার আরেক বিতর্কের জন্ম দিলেন মিনিস্টার ঢাকার ওপেনার মোহাম্মদ শাহজাদ। মাঠের ভেতরেই ধূমপান করলেন আফগানিস্তানের এই ক্রিকেটার!

শুক্রবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সূচি অনুসারে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হতে পারেনি। এমনকি হয়নি টসও। মাঝে কিছুক্ষণের জন্য বৃষ্টি থামায় কাভার উঠিয়ে মাঠ পরিচর্যার কাজ শুরু করেছিলেন মাঠকর্মীরা। সেসময় মাঠে প্রবেশ করেছিলেন ঢাকার অনেক ক্রিকেটার। তাদের মধ্যে ছিলেন শাহজাদও। কিন্তু সাজঘরের সামনে সীমানার ভেতরে দাঁড়িয়ে এই ব্যাটার করে বসেন বিতর্কিত এক কাণ্ড।

সিগারেটের বিকল্প হিসেবে অনেকেই ব্যবহার করে থাকেন ই-সিগারেট। মাঠে সেটাই ব্যবহার করতে দেখা যায় শাহজাদকে। সেসময় তার পাশে ছিলেন দুই স্বদেশি ক্রিকেটার। একজন ঢাকারই ফজল হক ফারুকি, আরেকজন কুমিল্লার করিম জানাত।

ছবি: ফিরোজ আহমেদ

এমন পরিস্থিতিতে শাহজাদকে নিবৃত্ত করতে এগিয়ে আসেন ঢাকার প্রধান কোচ মিজানুর রহমান বাবুল ও বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল। কিন্তু ধূমপান করতে নিষেধ করলে বিরক্তির ছাপ দেখা যায় তার চোখেমুখে। পরে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও ই-সিগারেট ব্যবহার বন্ধ করেন তিনি।

খেলা চলাকালীন মাঠে ধূমপান করা ক্রিকেটীয় আইনের পরিপন্থী। স্পোর্টসম্যানশিপের প্রচলিত রীতির সঙ্গেও বিষয়টি সাংঘর্ষিক।

এ প্রসঙ্গে বিপিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'সত্যি বলতে এটা (মাঠে ধূমপান) গ্রহণযোগ্য নয়। কারণ, আমরা সবাই মাঠে ও মাঠের বাইরে ক্রিকেট খেলাকে স্বচ্ছ রাখার চেষ্টা করি। নৈতিক ও সামাজিক দিক থেকে আমরা অবশ্যই এই জাতীয় জিনিসগুলোকে নিরুৎসাহিত করি এবং আমি মনে করি, এটি একজন খেলোয়াড়ের করা উচিত না। যদিও মাঠে কোনো দর্শক ছিল না। কিন্তু এই খেলাটির চেতনার দিক থেকে এটি অবশ্যই একটি ভালো বার্তা দেয় না।'

শাহজাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তা নির্ভর করছে ম্যাচ রেফারির ওপর। ঢাকা ও কুমিল্লার ম্যাচটির রেফারি নিয়ামুর রশিদ। রকিবুল জানিয়েছেন, 'বিষয়টি ম্যাচ রেফারির এখতিয়ারের মধ্যে পড়ে। শাহজাদকে শাস্তি দেওয়া হবে কিনা সেটা তিনিই সিদ্ধান্ত নেবেন।'

Comments

The Daily Star  | English
rooppur-nuclear-power-plant

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

2h ago