ভারতকে ফাইনালে নেওয়ার পথে পেলেকে ছাড়ালেন ছেত্রী
হোঁচট দিয়ে টুর্নামেন্ট শুরুর পর সাফের ফাইনালে উঠা নিয়ে শঙ্কায় পড়েছিল ভারত। তবে স্বাগতিক মালদ্বীপকে উড়িয়ে ঠিকই আরেকটি শিরোপা জেতার কাছে চলে গেছে তারা। দলকে ফাইনালে নিতে দুই গোল করে কিংবদন্তি পেলে আন্তর্জাতিক গোলসংখ্যা ছাড়িয়ে গেছেন সুনিল ছেত্রী।
মালের রাশভি ধান্দু স্টেডিয়ামে বুধবার রাতে মালদ্বীপের বিপক্ষে ভারত জিতেছে ৩-১ গোলে। বাংলাদেশের সঙ্গে ১-১ গোলে ড্র করায় আগেই ফাইনালে উঠে নেপাল। ১৬ অক্টোবর শিরোপার লড়াইয়ে নামবে এই দুদল।
নেপালের বিপক্ষে টুর্নামেন্টের আগের ম্যাচে গোল করে পেলের আন্তর্জাতিক গোল (৭৭) স্পর্শ করেছিলেন ছাত্রী। এদিন দুই গোল করে ছাড়িয়ে গেলেন পেলেকে।
৩৩ মিনিটে ছাত্রীর তৈরি করা বল থেকে মানবির সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফিরেছিল মালদ্বীপ।
বিরতির পর ৬২ মিনিটে দারুণ এক ভলিতে গোল করেন ছেত্রী । এতেই কিংবদন্তি পেলেকে আন্তর্জাতিক গোলের সংখ্যায় পেছনে ফেলে দেন তিনি। ৯ মিনিট পর হেডে আরেক গোল করে উল্লাসে মাতেন এই তারকা।
Comments