ঈদ উপলক্ষে রাজধানীতে উদ্যোক্তা মেলা

ঈদ উপলক্ষে অনলাইনভিত্তিক নারী উদ্যোক্তা সংগঠন শ্রেয়া বিডি’র আয়োজনে রাজধানীর গুলশানে অবস্থিত রেনেসাঁ হোটেলে ‘শ্রেয়া ঈদ রিগেইল-২০২২’ শীর্ষক একটি মেলার আয়োজন করা হয়েছে।
ছবি: আফরিন বুশরা

ঈদ উপলক্ষে অনলাইনভিত্তিক নারী উদ্যোক্তা সংগঠন শ্রেয়া বিডি'র আয়োজনে রাজধানীর গুলশানে অবস্থিত রেনেসাঁ হোটেলে 'শ্রেয়া ঈদ রিগেইল-২০২২' শীর্ষক একটি মেলার আয়োজন করা হয়েছে।
 
২৮ এবং ২৯ এপ্রিল, ২ দিনব্যাপী এ মেলা সবার জন্য উন্মুক্ত। এবারের মেলায় অনলাইন-ভিত্তিক উদ্যোক্তাদের ৫০টি স্টল রয়েছে। এসব স্টলগুলোতে পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। 

এ ছাড়া ঈদের প্রস্তুতি হিসেবে মেয়েদের মেকআপ, সাজসজ্জা ও মেহেদীর ব্যবস্থাও আছে। 

ছবি: আফরিন বুশরা

এ ছাড়া মেলায় আসা ক্রেতাদের আনন্দের জন্য লাইভ মিউজিকের ব্যবস্থাও করা হয়েছে। আর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন অনলাইনের সুপরিচিত সেলিব্রেটিরাও। 

'শ্রেয়া বিডি' বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি সংগঠন। এই সংগঠনটি নারী উদ্যোক্তাদের জন্য গত ৫ বছর ধরে বিভিন্ন কর্মসূচি এবং অনুষ্ঠানের আয়োজন করে যাচ্ছে। সেই ধারাবাহিকতা ধরেই শ্রেয়ার এবারের আয়োজন 'শ্রেয়া ঈদ রিগেইল-২০২২।'

Comments

The Daily Star  | English
No hartal and blockade on Sunday

No hartal and blockade on Sunday

BNP has refrained from calling any programmes on Sunday marking International Human Rights Day

3h ago