ঋতুরাজ বসন্তের সাজ

কনকনে শীতের মধ্যে স্বস্তির বার্তা নিয়ে আসছে ঋতুরাজ বসন্ত। হাজারো রঙের ফুল, দক্ষিণের মৃদু বাতাসে মরা ডালে কচি পাতার দোলন যেন কানে কানে জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা।
সেই সঙ্গে মনে জাগছে নানা আয়োজন ও বসন্তের মৃদু মন্দ বাতাসে ঘুরে বেড়ানোর পরিকল্পনা।
সারাদিন বন্ধুদের সঙ্গে বেড়ানোর প্রোগ্রামে সাজটা হতে হবে মানানসই। বসন্তের দিনে ফ্রেশ মেকআপ সবচেয়ে ভালো। বেজ মেকআপ করার ক্ষেত্রে ফাউন্ডেশন বাদ দিয়ে ব্যবহার করতে পারেন টিন্টেড মশ্চারাইজার অথবা বিবি ক্রিম। দিনে ভারি মেকআপ এড়িয়ে চলাই ভালো। সেই সঙ্গে মুখের স্পট ঢাকতে ব্যবহার করতে পারেন ত্বকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কন্সিলার। ত্বকে পিচ অথবা ব্রাউন টোনের ব্লাশ ব্যবহার করলে ত্বক দেখা যাবে উজ্জ্বল, সতেজ ও লাবণ্যময়।
চোখের সাজে ব্যবহার করতে পারেন ওয়াটার প্রুফ আইলাইনার এবং কাজল। চোখে গাঢ় ও মোটা করে কাজল দিতে পারেন। পোশাকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে কোনো আইশ্যাডো ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে চোখের ইনার কর্নারে শিমারি শ্যাডো ও ওয়াটার লাইনে ন্যুড বা সাদা রঙের কাজল ব্যবহার করলে চোখ দেখতে কিছুটা বড় লাগবে।

শাড়ি, কামিজ অথবা কুর্তির সঙ্গে মিলিয়ে চুল বাঁধতে পারেন। শাড়ির সঙ্গে খোঁপা অথবা খোলা চুলে মানাবে ভালো। চুল স্ট্রেট অথবা সামান্য কার্ল করতে পারেন। আর কুর্তির সঙ্গে চুল বাঁধতে পারেন ইচ্ছেমতো। চুলের সামনের দুই সাইডে বেণি করে পিছনে ক্লিপ দিয়ে আটকে নিতে পারেন। যেমনই চুলের সাজ হোক, সঙ্গে অবশ্যই কাঁচা ফুল লাগাতে ভুলবেন না।
বসন্তে নানান ফুলের সমারোহ থাকে। সেখান থেকেই বাছাই করে কিছু ফুল গুঁজে নিতে পারেন চুলে অথবা লাগাতে পারেন খোঁপায়। ফুল ছাড়া ফাল্গুনের সাজে পরিপূর্ণতাই আসে না। মেকআপের আগে সানস্ক্রিন ক্রিম ও পরে সেটিং স্প্রে ব্যবহার করতে ভুলবেন না।
Comments