চুলের রং যখন সল্ট অ্যান্ড পেপার

অভিনেতা মিলিন্দ সোমান বা জর্জ ক্লুনির ঝলমলে ধূসর চুলের দিকে হয়তো অনেকদিন ধরেই নজর আটকে আছে আপনার। সাদা-কালো চুলের এই স্টাইলকে যে সল্ট অ্যান্ড পেপার বলা হয়, তা হয়তো অনেকেই জানেন। কিন্তু, জনপ্রিয় এই স্টাইল স্টেটমেন্টের জন্য যে যথেষ্ট যত্ন-আত্তি দরকার হয়, তা জানেন কি?

সেই কথাই জানাবো আজ।

চুলের যে কোনো স্টাইলের ক্ষেত্রেই প্রথম বিষয় হচ্ছে ভালো একটি কাট। সল্ট অ্যান্ড পেপারের ক্ষেত্রে এ কথাটি আরও বেশি প্রযোজ্য। আপনি যদি আপনার ধূসর চুলগুলো মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে চান, তবে প্রথমেই চেহারার সঙ্গে মানানসই একটি চুলের কাট দরকার হবে।

এ ক্ষেত্রে ছোট করে চুল কাটলেই বেশি মানানসই হয় সাধারণত। ছোট চুলে ধূসর রং সুন্দরভাবে ফুটে ওঠে। আপনার চুল প্রাকৃতিকভাবেই ধূসর, নাকি সেলনে গিয়ে ধূসর রং করেছেন— এটা কোনো বিষয় না। দুই ক্ষেত্রেই সমানভাবে চুলের যত্ন নিতে হবে।

ধূসর রঙের চুলের যত্নের রুটিনে সাধারণত এন্টি-ইয়েলো শ্যাম্পু ব্যবহার করতে হয়। আরও সহজভাবে বললে, চুল ধোয়ার জন্য আপনাকে এমন শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে, যেগুলোতে বেগুনি ও নীল পিগমেন্ট থাকে। এ ধরনের শ্যাম্পু ও কন্ডিশনার আপনার চুলকে হলুদ হতে দেবে না। ফলে আপনি সাদা ও ধূসর চুলের ঝলমলে অবস্থা ধরে রাখতে পারবেন।

এ ক্ষেত্রে আরেকটি বিশেষ পরামর্শ হচ্ছে, চুল আঁচড়ানোর সময়, এমনকি জেল ব্যবহারের সময়ও চিকন চিরুনি ব্যবহার করার চেষ্টা করুন। এতে আপনার চুল সুন্দর থাকবে।

এ ছাড়া, চুল ভালো রাখার জন্য সাধারণ নিয়মগুলোও মানতে হবে আপনাকে। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, চুলে নিয়মিত তেল দিন, নিয়মিত শ্যাম্পু ও কন্ডিশনিং করুন এবং মাসে অন্তত একবার হেয়ার মাস্ক লাগান।

সবশেষে আমরা বলতেই পারি যে, নারী-পুরুষ সবারই আসলে এই সল্ট অ্যান্ড পেপার স্টাইল করে দেখা উচিত। কারণ চুল তো সবারই ধূসর হবেই কখনো না কখনো!

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

Bangladesh Bank purchased another $313 million from 22 commercial banks in an auction yesterday, reacting to the sharp drop in the US dollar rate.

7h ago