শীতে ত্বকের বাড়তি যত্ন

ত্বক নিয়ে যারা সচেতন তাদের ত্বক পরিষ্কার করে রাতের বেলা স্কিন কেয়ার করা কোনো নতুন বিষয় নয়। সিটিএম রুটিন বা ডাবল ক্লিঞ্জিংও করা হয় নিয়মিতই। তবে, শীতে ত্বকের জন্য প্রয়োজন কিছু বাড়তি যত্ন।
ওয়েল সিরাম ব্যবহার
ওয়েল সিরামের মূল উপাদান তেল। অন্যান্য সিরাম মশ্চারাইজারের আগে ব্যবহার করা হলেও ওয়েল সিরাম ব্যবহার করতে হয় মশ্চারাইজারের পরে। শীতের রাতে ওয়েল সিরাম ব্যবহার করলে ত্বক হয় আরও উজ্জ্বল ও লাবণ্যময়।
চাইলে কম খরচে এই সিরাম নিজেও বানানো সম্ভব। জোজোবা অথবা বাদামের তেলের সঙ্গে কয়েক প্রকারের অ্যাসেন্সিয়াল ওয়েল ব্যবহার করে বানিয়ে নিতে পারেন নিজের পছন্দের ওয়েল সিরাম। সেক্ষেত্রে একটি অনুপাতে তেলগুলো ব্যবহার করতে হবে।
২ টেবিল চামচ বাদাম বা জোজোবা তেলের সঙ্গে ব্যবহার করতে পারেন ১০ ফোঁটা যেকোনো অ্যাসেন্সিয়াল ওয়েল। এই সিরামের ভালো দিক হলো ত্বকের সমস্যা ও প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অ্যাসেন্সিয়াল ওয়েল ব্যবহার করে এই সিরাম তৈরি করে নেওয়া যায়।
ওয়েল ক্লেঞ্জিং বা ডাবল ক্লেঞ্জিং
শীতকালে মেকআপ উঠানোর ক্ষেত্রে অনেকেই কিছুটা অনীহা দেখাই। অনেক সময় ওয়েট টিস্যু বা মাইসেলার ওয়াটার ব্যবহার করে ত্বক পরিষ্কার করার চেষ্টা করি। এতে ত্বক আরও বেশি ড্রাই হয়ে যায় এবং সম্পূর্ণ মেকআপ উঠেও আসে না। তাই ওয়েল ক্লিঞ্জিং বা ডাবল ক্লেঞ্জিং পদ্ধতি ব্যবহার করে মেকআপ তোলা প্রয়োজন।
প্রথমে পছন্দ অনুযায়ী কোনো তেল ব্যবহার করে কটন প্যাডের সাহায্যে মেকআপ তুলে ফেলুন। তারপর মশ্চারাইজিং ফেসওয়াশ ব্যবহার করে ত্বক পরিষ্কার করে ফেলুন। এতে ত্বক পরিষ্কার থাকবে এবং রুক্ষ হবে না।
টিপস
১. শীতকালে নিয়মিত গোসলে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন।
২. মশ্চারাইজার সমৃদ্ধ সাবান বা বডিওয়াশ ব্যবহার করা ভালো।
৩. ঘর থেকে বের হওয়ার আগে সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করতে পারেন।
৪. ম্যাট লিপস্টিক ও ম্যাট ফাউন্ডেশন ব্যবহার না করাই ভালো।
৫. লিপস্টিক ব্যবহারের আগে লিপ বাম লাগিয়ে নেওয়া ভালো।
Comments