সবার জন্য হুডি

প্রতিদিন ভোরে হাঁটতে বের হন সৃজন। কদিন আগে হঠাৎ পেছন থেকে একজনের প্রশ্নমাখা ডাক, 'সৃজন?' ঘুরে তাকিয়ে প্রথম চিনতে না পারলেও পরে দেখেন এটা তার বন্ধু। বলে ওঠেন, 'আরে, হুডির জন্য তো তোকে চিনতেই পারিনি।'
এমনই মজার পোশাক হুডি। নিজেকে ভিড়ের মাঝে আড়াল করে রাখতেও এর জুড়ি মেলা দায়। আর সেই সঙ্গে ফ্যাশানেবল ও স্টাইলিশ তো বটেই।
হুডির প্রচলন বেশ পুরনো। শীতে হুডি খুবই প্রচলিত একটি পোশাক। আমাদের দেশে অতিরিক্ত শীত না পড়লেও ফ্যাশানেবল পোশাক হিসেবে হুডি পড়ার হিড়িক পড়ে। সব বয়সী মানুষের কাছে পছন্দের পোশাক এটি।
তুলনামূলক স্বল্পমূল্যের এই ফ্যাশানেবল শীতের পোশাক পাওয়া যাবে প্রায় সব মার্কেটেই। করোনার সময়ে জমে ওঠা অনলাইন প্রতিষ্ঠানগুলোতেও নানান রংয়ের, ঢংয়ের আর মানের হুডি পেয়ে যাবেন অনায়েশেই। তবে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই পণ্য বুঝে পেয়ে তারপর মূল্য পরিশোধের চেষ্টা করবেন। এতে কোনো ধরনের ঝুঁকি থাকে না।
অনলাইনে আমদানিকৃত হুডির পাশাপাশি দেশি পণ্যও পাওয়া যায়। হুডিতে দেশীয় লুক আনতে চাইলে গামছা বা বাটিক কাপড় দিয়ে নিজের মতো করে বানিয়ে নিতে পারেন কোনো টেইলার্স থেকে। আবার চাইলে টুকরো পুরনো কাপড় জোড়া দিয়ে বানিয়ে নিতে পারেন প্যাচওয়ার্ক হুডি।
Comments