স্টার লাইফস্টাইল রেসিপি প্রতিযোগিতা-২০২২

STAR LIFESTYLE RECIPE COMPETITION 2022

স্টার লাইফস্টাইল কুরবানি ঈদ উপলক্ষে একটি রান্না প্রতিযোগিতার আয়োজন করছে। প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে ঘরোয়া রাঁধুনিদের জন্য।

আগ্রহীরা প্রতিযোগীরা মাংস রান্নার যেকোনো নিজস্ব রেসিপি লিখে পাঠাবেন আগামী ৪ জুনের মধ্যে। আর সঙ্গে থাকতে হবে সেই রান্নার নিজের তোলা ছবিও।

রান্না করা মাংসের এবং সেগুলো পরিবেশনার ছবি সংযুক্ত করা বাধ্যতামূলক। কেননা, বিচারকরা এর মাধ্যমেই বেছে নেবেন সেরা রাঁধুনিদের।

প্রতিযোগিতার শীর্ষ ৩ জন বিজয়ী স্টার লাইফস্টাইলে নিয়মিত রেসিপি লেখার সুযোগ পাবেন। সেইসঙ্গে থাকছে দ্য ডেইলি স্টারের সঙ্গে একটি এক্সক্লুসিভ রেসিপি ভিডিও তৈরি করার সুযোগ।

তাহলে আর দেরি কেন? মেইলের বিষয়ে 'শাইনিং ইন মাই কিচেন' লিখে আপনার রেসিপি এবং রান্নার ছবি পাঠিয়ে দিন [email protected] এ।

শর্তাবলী:

১. প্রতিযোগীর বয়স ২১ বছর বা তার বেশি হতে হবে।

২. রেসিপির সঙ্গে অবশ্যই ওই রেসিপিতে রান্না করা মাংসের ছবি সংযুক্ত করতে হবে।

৩. নির্দিষ্ট সময়সীমা ৪ জুনের পর আর কোনো রেসিপি প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।

৪. প্রতিযোগিতার বিষয়ে স্টার লাইফস্টাইল, দ্য ডেইলি স্টারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

Comments

The Daily Star  | English

Private sector sidelined in tariff talks

At a Star roundtable, industry leaders, trade experts slam govt’s handling of negotiations with US

8h ago