চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে নীলক্ষেত মোড়ে অবরোধ
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে আজ রোববার সকাল ১১টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করেছে চাকরিপ্রার্থীদের একটি দল।
আজ দুপুর ১টায় নীলক্ষেত মোড়ে দেখা যায়, বিক্ষোভকারীরা ব্যস্ত এই সড়ক অবরোধ করায় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
চাকরির বয়সসীমা বৃদ্ধি ছাড়াও আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে, নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস বন্ধ করতে হবে এবং পৃথক পরীক্ষার পরিবর্তে সম্মিলিতভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
বিক্ষোভকারীদের একজন ওসমান গণি। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'অনেকবার আমরা আমাদের দাবি পূরণের জন্য আন্দোলন করলেও কর্তৃপক্ষ সাড়া দেয়নি। তাই এবার দাবি আদায়ে রাজপথে নেমেছি।'
Comments