চাকরির পরীক্ষার প্রশ্নফাঁস বন্ধের দাবিতে কালি মেখে রনির পদযাত্রা

প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মুখে কালি মেখে রংপুর শহরে পদযাত্রা করেন রেদওয়ান রনি। ছবি: সংগৃহীত

চাকরির পরীক্ষার প্রশ্নফাঁস ও ঘুষ বাণিজ্য বন্ধের দাবিতে মুখে কালি মেখে রংপুর শহরে একাই পদযাত্রা করেছেন এক চাকরিপ্রার্থী।

আজ মঙ্গলবার দুপুরে নগরীর লালবাগ থেকে পদযাত্রা শুরু করেন রেদওয়ান রনি। হাতে প্ল্যাকার্ড নিয়ে তিনি জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব চত্বর হয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে আবারও লালবাগে গিয়ে পদযাত্রা শেষ করেন।

রেদওয়ান রনি রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের একবারপুর দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল লতিফ মন্ডলের ছেলে।

রনি জানান, তিনি ২০১৭ সালে কারমাইকেল কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করেছেন। পরিবারে তারা তিন বোন ও এক ভাই। বাবা স্থানীয় একটি এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ছিলেন। ২০১২ সালে তিনি অবসর গ্রহণ করেন। বড় বোনেদের বিয়ে হয়েছে। বাবা অবসরে যাওয়ার পর থেকে সংসারের দায়িত্ব তার কাঁধে এসে পড়েছে।

কিন্তু মাস্টার্স শেষ করে বিভিন্ন পদে পরীক্ষা দিলেও আজ পর্যন্ত তার চাকরি জোটেনি। চাকরি না পাওয়ার জন্য প্রশ্নফাঁস ও ঘুষ বাণিজ্যকে দায়ী মনে করছেন তিনি। এই হতাশা থেকে তিনি পদযাত্রা করেছেন।

রনি বলেন, প্রধানমন্ত্রী সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলেছেন। তবে প্রশ্ন ফাঁস বন্ধ ও নিয়োগ বাণিজ্য বন্ধে কেন এ নীতি গ্রহণ করা হচ্ছে না, প্রশ্ন রাখেন তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

14h ago