পদোন্নতি পেলেন ২১৯৫ জন চিকিৎসক

স্বাস্থ্য মন্ত্রণালয় ২ হাজার ১৯৫ জন চিকিৎসককে পদোন্নতি দিয়েছে। ২০০০ সাল থেকে ২০১১ সালের মধ্যে নিয়োগ পাওয়া এই চিকিৎসকরা এতদিন পদন্নোতি বঞ্চিত ছিলেন। তারা ২০০৯ সালের স্কেল অনুযায়ী বেতন পাবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় ২ হাজার ১৯৫ জন চিকিৎসককে পদোন্নতি দিয়েছে। ২০০০ সাল থেকে ২০১১ সালের মধ্যে নিয়োগ পাওয়া এই চিকিৎসকরা এতদিন পদন্নোতি বঞ্চিত ছিলেন। তারা ২০০৯ সালের স্কেল অনুযায়ী বেতন পাবেন।

এদের মধ্যে সর্বোচ্চ ১৯৫৮ জন নবম গ্রেড থেকে সপ্তম গ্রেডে পদোন্নতি পেয়েছেন। এ ছাড়া ১৮৩ জন ষষ্ঠ থেকে পঞ্চম গ্রেড, ৫৪ জন পঞ্চম থেকে চতুর্থ গ্রেডে পদোন্নতি পেয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীনের সই করা তিনটি পৃথক আদেশে তাদের পদোন্নতির কথা বলা হয়েছে।

এতে বলা হয়, নিয়ম অনুযায়ী পদোন্নতি প্রাপ্তরা বকেয়া বেতন পাবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. নন্দলাল সূত্রধর দ্য ডেইলি স্টারকে বলেন, অনেক বছর ধরে আমরা এই দাবি জানিয়ে আসছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমরা ধন্যবাদ জানাই।

Comments

The Daily Star  | English
Police implicate dead men in vandalism case

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

11h ago