চাকরি

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চলছে অনলাইন চাকরির মেলা

প্রযুক্তিকে ব্যবহার করে কর্মক্ষম ও দক্ষ প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের সঙ্গে কর্মদাতা প্রতিষ্ঠানের সংযোগ ঘটনোর উদ্দেশ্যকে সামনে রেখে দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চলছে অনলাইন চাকরির মেলা।

প্রযুক্তিকে ব্যবহার করে কর্মক্ষম ও দক্ষ প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের সঙ্গে কর্মদাতা প্রতিষ্ঠানের সংযোগ ঘটনোর উদ্দেশ্যকে সামনে রেখে দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চলছে অনলাইন চাকরির মেলা।

গত বুধবার ২ দিনব্যাপী এই মেলাটি শুরু হয়। আজ বৃহস্পতিবার মেলার শেষ দিন চলছে।

ইনোভেশন টু ইনক্লুশন (আই টু আই) প্রোগ্রামের অংশ হিসেবে যুক্তরাজ্য সরকারের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস (এফসিডিও) সমর্থিত, বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন), লিওনার্ড চ্যাশায়ার এবং সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটির (সিএসআইডি) সহযোগিতায় মেলাটির আয়োজন করা হয়েছে।

এই চাকরি মেলায় অংশ নিচ্ছে মোট ২০টি নিয়োগদাতা প্রতিষ্ঠান। তারা ৩৫টি বিভাগে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দেবে।

বুধবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রেসিডেন্ট ও বিবিডিএনের চেয়ারম্যান আরদাশীর কবির। তিনি মেলায় নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভূক্তিমূলক কর্মপরিবেশ তৈরির আহ্বান জানান।

বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর তার বক্তব্যে এই মেলাকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লিওনার্ড চ্যাশায়ারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জহির-বিন-সিদ্দীক, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ওমর ফারুক, প্রমুখ।

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

7h ago