প্রশ্নফাঁসের ব্যাখ্যা দিতে হবে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়কে

ছবি: সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগের বিষয়ে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, 'আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালকে এ বিষয়ে ১৪ নভেম্বরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের চিঠির জবাব দিতে বলা হয়েছে।'

বিশ্ববিদ্যালয়ের পাঠানো জবাবের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক তার পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। 

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদি কেন্দ্রীয় ব্যাংকে যথাযথ উত্তর দিতে না পারে, তাহলে অনুষ্ঠিত হওয়া পরীক্ষা বাতিল করা হবে।'

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৫টি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে পরীক্ষার প্রশ্ন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়কে।

গত ৬ নভেম্বর তাদের তৈরি প্রশ্নপত্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আজ এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবির) অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, রাজধানীর বাড্ডা, বসুন্ধরা, উত্তরা, মোহাম্মদপুর, কল্যাণপুর, রূপনগর, মিরপুর, মাতুয়াইল, শেওড়াপাড়া, শেরেবাংলা নগর, পল্লবী এলাকায় নিয়ে গিয়ে পরীক্ষার ৫-৬ ঘণ্টা আগে ফাঁস করা প্রশ্ন দিয়ে উত্তরপত্র মুখস্থ করানো হয়। 

এ ছাড়া, বাংলাদেশ ব্যাংক আয়োজিত নিয়োগ পরীক্ষার এই প্রশ্ন জালিয়াতি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

14h ago