এইচএসসি’র ফরম পূরণের সময় বাড়াল ঢাকা বোর্ড

স্টার ফাইল ফটো

২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

আজ বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ৩১ আগস্টের মধ্যে অনলাইনে পরীক্ষার্থী নির্বাচন শেষ করতে হবে এবং আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

এর আগে, প্রতিষ্ঠানগুলোতে ২৫ আগস্টের মধ্যে পরীক্ষার্থী নির্বাচন শেষ করতে বলা হয়েছিল। একইসঙ্গে ৩০ আগস্টের মধ্যে পরীক্ষার ফি পরিশোধের সময় দেওয়া হয়েছিল।

গত ১২ আগস্ট থেকে ফরম পূরণের কার্যক্রম শুরু হয়।

বোর্ড জানিয়েছে, ফরম পূরণের জন্যে কোনো শিক্ষার্থী বা অভিভাবককে সশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হবে না।

গত ১৫ জুলাই শিক্ষামন্ত্রী দিপু মনি ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বলেন, দেশের করোনা পরিস্থিতির উন্নতি হলে ২০২১ সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমতুল্য পরীক্ষা এ বছরের নভেম্বর ও ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

শুধুমাত্র তিনটি ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা দিতে হবে।

Comments

The Daily Star  | English

68.45% students pass SSC; 139,032 get GPA-5

Pass percentage drops by 14.59 points, GPA-5 drops by over 40 thousand

10m ago