এসএসসি পরীক্ষা শুরু ১৯ জুন

ছবি: স্টার ফাইল ফটো

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড।

সূচি ১৯ জুন পরীক্ষা শুরু হবে। শেষ হবে ৬ জুলাই।

আজ বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলামের সই করা সময়সূচি প্রকাশ করা হয়।

বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র বিষয় দিয়ে পরীক্ষা শুরু হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১২টায়।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago