এসএসসি শুরুর দেড় মাস পরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

dipu_moni1.jpg
ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষা শুরুর দেড় মাস পরে এইচএসসি নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সাধারণ আমাদের দুটি পরীক্ষার মধ্যে ২ মাস, অর্থাৎ এসএসসি যেদিন থেকে শুরু হয় আর এইচএসসি যেদিন থেকে শুরু হয় এর মধ্যে ৬০ দিন সময় দরকার হয় বোর্ডগুলোর প্রস্তুতির জন্য। আমরা যেহেতু এবার পরীক্ষাটা সেপ্টেম্বরে নেব বলে আশা করছি, তারপর ২ মাস গেলে নভেম্বরের মাঝামাঝি, বোর্ডগুলোকে একটু বেশি কষ্ট করতে হবে, তারা চেষ্টা করবে এসএসসি শুরুর দেড় মাস পরেই এইচএসসি শুরু করবে। সে ক্ষেত্রে নভেম্বরের গোড়ায় আমরা এইচএসসি শুরু করতে পারবো বলে আশা করছি।

তিনি বলেন, আমরা দেখতে চেয়েছিলাম আমাদের শিখন ঘাটতি কতটা; এই যে দীর্ঘ সময় শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ ছিল, যদিও আমরা অন্যান্য বিভিন্নভাবে পাঠাদান বজায় রাখার চেষ্টা করেছি সর্বাত্মকভাবে কিন্তু তারপরও শিখন ঘাটতি কিছু হয়েছে। আমরা সেটা নিরূপণ করার চেষ্টা করছিলাম। সেই গবেষণাটি সম্পন্ন হয়েছে এবং আমাদের কাছে জমা দিয়েছে। সেই গবেষণা প্রতিবেদন অনুযায়ী এনসিটিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা বিশেষজ্ঞদের নিয়ে বসে একেবারে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অর্থাৎ আমরা কোথায় কোথায়, কোন কোন শ্রেণিতে কী কী ক্লাস করাবো, কী পদ্ধতিতে করাবো, অনলাইনে করাবো কি না, সামনাসামনি করাবো কি না—কর্মপরিকল্পনা আশা করছি, এ সপ্তাহের মধ্যে শেষ করে আমাদের দেবে এবং আমরা সে অনুযায়ী তারিখ নির্ধারণ করে শুরু করে দেবো।

পুনর্বিন্যাসকৃত সিলেবাসে কোনো পরিবর্তন আসছে না। ১৯ জুন যে পরীক্ষাগুলো যে সিলেবাসে যে যে বিষয়ে যতটুকু হওয়ার কথা ছিল সেগুলো অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন দীপু মনি।

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Peter Butler's charges beat favourites Myanmar 2-1 in Asian Cup Qualifiers

2h ago