‘অনলাইনে ইঞ্জিনিয়ার হতে চাই না’ বুয়েট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

হল খোলার দাবিতে বুয়েটের শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি: সংগৃহীত

আগামী নভেম্বরে আবাসিক হল খুলে সশরীরে পাঠদান শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

বুয়েটে আগামী ১৩ নভেম্বর থেকে অনলাইনে ক্লাস শুরু করার সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। 

আজ শনিবার সকাল ১১টায় বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক মিজানুর রহমান বরাবর প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়। এর পর দুপুর ১২টার দিকে শহীদ মিনারে শিক্ষার্থীরা একত্রিত হয়ে হল খোলার দাবিতে অবস্থান নেন। সেখানে শিক্ষার্থীদের হাতে 'অনলাইনে ইঞ্জিনিয়ার হতে চাই না', 'আমাদের হল খুলে দিতে হবে', 'সারা দেশে অফলাইনে বুয়েট কেন অনলাইনে'সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

শিক্ষার্থীদের দাবি, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো  ১ নভেম্বর থেকে ধাপে ধাপে শুরুতে দুই ডোজ টিকা নেওয়া শিক্ষার্থী, এরপর এক ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীদের হলে ওঠার অনুমতি দেওয়া হোক।

হল খোলার দাবিতে বুয়েটের শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি: সংগৃহীত

আন্দোলনরত শিক্ষার্থীদের এক জন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা জানতে পেরেছি বুয়েটে একটি টিকা কেন্দ্র স্থাপনের জন্য চিঠি দেওয়া হয়েছে। আগামী ১৩ নভেম্বর থেকে আমাদের পরের টার্মের ক্লাস শুরু হবে। আমরা চাই, অন্যান্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ক্লাস শুরুর অন্তত ২ সপ্তাহ আগে যারা টিকা নিয়েছেন তাদেরকে হলে ওঠার অনুমতি দেওয়া হোক।'

এ প্রসঙ্গে জানতে বুয়েটে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক মিজানুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তার দিক থেকে সাড়া পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

July frontliners dominate the Ducsu race

So far, nine panels have been announced for the 28 Ducsu posts.

8h ago