আমরণ অনশন ভাঙলেও আন্দোলন চলবে

sust_26jan22.jpg
ছবি: শেখ নাসির/স্টার

আমরণ অনশন ভাঙলেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীদের এক মুখপাত্র।

আজ বুধবার সকালে উপাচার্যের বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওই শিক্ষার্থী বলেন, ‌'অনশন ভাঙার প্রক্রিয়াটা শুরু হয়েছে। শ্রদ্ধেয় জাফর ইকবাল ও ইয়াসমিন হক গতরাতে এসেছেন এবং আমাদের বিশ্বাস-আশ্বাস দুটোই দিয়েছেন যে, তাদের কাছে উচ্চপদস্থ কর্মকর্তারা এসেছিলেন এবং বলেছেন যে আমাদের যে দাবি-দাওয়াগুলো আছে সেটা পূরণ করে দেওয়া হবে।‌‌‌'

তিনি আরও বলেন, 'তারা আমাদের অসম্ভব শ্রদ্ধেয় এবং উনাদের কথা আমরা বিশ্বাস করি, তাদের কথা বিশ্বাস করেই আমরা অনশন ভেঙেছি।'

মুখপাত্র বলেন, ‌'আমাদের আন্দোলন আগের ঘোষণা অনুযায়ী ভিসির পদত্যাগের আগ পর্যন্ত চলার কথা, আপাতত আমরা অনশন কার্যক্রম বন্ধ করছি। আমাদের আন্দোলন কর্মসূচি চলবে, বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাব।'

Comments

The Daily Star  | English

Had no discussion on ‘humanitarian corridor’ with UN or any entity: Shafiqul

Regarding the reports of involvement of a major power, he said, these are 'pure and unadulterated' propaganda.

2h ago