উপাচার্যের পদত্যাগসহ ৩ দফা দাবিতে আন্দোলনে শাবিপ্রবি শিক্ষার্থীরা

শাবিপ্রবির গোলচত্বরে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: শেখ নাসির/স্টার

উপাচার্যের পদত্যাগসহ ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের আন্দোলন শুরু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

আজ সোমবার সকাল ৮টার আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর ও পার্শ্ববর্তী এলাকায় শিক্ষার্থীরা জড়ো হওয়া শুরু করেন।

হল ছাড়ছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা। ছবি: শেখ নাসির/স্টার

শিক্ষার্থীদের দাবিগুলো হলো: আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় উপাচার্যসহ সংশ্লিষ্ট সবার জবাবদিহি নিশ্চিত করা, হামলার নির্দেশ দেওয়া উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও পদত্যাগ।

শিক্ষার্থীরা বলেছেন, এই দাবি মানা না হলে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থী হল ত্যাগ করবেন না।

তবে আজ সকালে অনেক শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা যায়।

এর আগে, রাত ১১টার দিকে শাবিপ্রবির শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশ ও ক্লাস-পরীক্ষা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেন।

এ দিকে, আজ সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন ঢাকায় অবস্থানরত শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীরা।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

20h ago