চবিতে যৌন নিপীড়ন: অভিযুক্ত ২ ছাত্রকে আজীবন বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত ২ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
র‌্যাবের হাতে গ্রেপ্তার ৪ জন। ছবি: স্টার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত ২ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ, রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির মতে, অপরাধীরা ক্ষমার অযোগ্য কাজ করেছে। এ ঘটনায় জড়িত ২ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।'

এছাড়া হাটহাজারী কলেজের বাকি ২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, 'বাকি পলাতকদের কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে তাদেরও বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে।'


এ ঘটনায় জড়িত ৬ আসামির চবি ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এই বিষয়ে হাটহাজারী কলেজ এর প্রিন্সিপাল গুল মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'গণমাধ্যম থেকে বিষয়টি জেনেছি এ বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।

Comments

The Daily Star  | English

Foreign airlines’ $323m stuck in Bangladesh

The amount of foreign airlines’ money stuck in Bangladesh has increased to $323 million from $214 million in less than a year, according to the International Air Transport Association (IATA).

11h ago