ঢাবিতে আজ সাম্প্রদায়িক 'সহিংসতাবিরোধী কনসার্ট'

দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘সহিংসতাবিরোধী কনসার্টে’র আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ছবি: সংগৃহীত

দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে 'সহিংসতাবিরোধী কনসার্টে'র আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ শুক্রবার দুপুর ৩টা থেকে টিএসসিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই কনসার্ট শুরু হবে। 

'সহিংসতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়' ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এই কনসার্টটির আয়োজন করেছেন।

কনসার্টে গান পরিবেশন করবে ব্যান্ডদল শিরোনামহীন, মেঘদল, সহজিয়া, শহরতলী, বাংলা ফাইভ, গানপোকা, গানকবি, কৃষ্ণপক্ষ, কাল, অবলিক, অসৃক, অর্জন ও বুনোফুল।

একক শিল্পীদের মধ্যে থাকছেন জয় শাহরিয়ার, তুহিন কান্তি দাস, সাহস মোস্তাফিজ, লালন মাহমুদ, নাঈম মাহমুদ, প্রিয়াংকা পাণ্ডে, যশ নমুদার, উদয়, অপু, উপায় এবং অনিন্দ্য।

আয়োজনটিতে নৃত্য পরিবেশন করবেন উম্মে হাবিবা ও আবু ইবনে রাফি৷ এ ছাড়া মূকাভিনয় পরিবেশন করবে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন, থাকছে একটি সমবেত 'থিমেটিক পারফরম্যান্স'৷

Comments

The Daily Star  | English
Are schools open? Simple issue unnecessarily complicated

Are schools open? Simple issue unnecessarily complicated

Are the secondary schools and colleges open today? It is very likely that no one can answer this seemingly simple question with certainty.

1h ago