ক্যাম্পাস

ঢাবি ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) 'চ' ইউনিটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ২৪১ জন শিক্ষার্থী।
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) 'চ' ইউনিটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ২৪১ জন শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এই ফল প্রকাশ করা হয়।

ঢাবির ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) গিয়ে শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিলে ফলাফল জানা যাবে। এ ছাড়াও, রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে 'DU CHA <roll no>' টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

গত ১৭ জুন 'চ' ইউনিটে ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান ও ২ জুলাই অঙ্কন অংশের পরীক্ষা হয়। এ ইউনিটে মোট আসন সংখ্যা ১৩০টি। পরীক্ষায় অংশ নিয়েছেন ৬ হাজার ১৫৬ জন শিক্ষার্থী এবং পাস করেছেন ২৪১ জন শিক্ষার্থী।

Comments

The Daily Star  | English

Don't pay anyone for visas, or work permits: Italian envoy

Italian Ambassador to Bangladesh Antonio Alessandro has advised visa-seekers not to pay anyone for visas, emphasising that the embassy only charges small taxes and processing fees

37m ago