মাসে দেড় লাখ টাকা চাঁদার দাবিতে ভাঙচুর, নীলক্ষেত থেকে ৩ রুটে লেগুনা চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি, লেগুনা ভাঙচুর ও মারধরের প্রতিবাদে নীলক্ষেত মোড়ের ৩টি রুটে লেগুনা চলাচল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে লেগুনা মালিক সমিতি।
গতকালকের ভাঙচুর ও মারধরের ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও আজ দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন লেগুনা মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম
তিনি জানান, শনিবার সকাল থেকে নীলক্ষেত থেকে গুলিস্তান ও চকবাজারমুখী ৩টি রুটে অনির্দিষ্টকালের জন্য লেগুনা চলাচল বন্ধ করে দেওয়া হয়।
গতকাল শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নীলক্ষেত লেগুনা মালিক সমিতির কাছে প্রতি মাসে দেড় লাখ টাকা চাঁদা দাবি ও লেগুনা ভাঙচুরের অভিযোগ ওঠে।
লেগুনা মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, 'আগেও তারা কয়েকটি লেগুনা ভাঙচুর করেছে। গতকাল ৪টি লেগুনা ভাঙচুর করা হয়। এগুলো মেরামত করতে অনেক টাকা খরচ হয়েছে। লেগুনা চালাতে গিয়ে হামলার শিকার হওয়ায় আশঙ্কা ও নিরাপত্তাহীনতার কারণে আমরা লেগুনা চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।'
এই ৩টি রুটে প্রায় ৭০-৮০টি লেগুনা চলাচল করে থাকে বলে জানান তিনি।
তিনি বলেন, 'লোকসানে গাড়ি চালানোর চেয়ে ব্যবসা বন্ধ রাখা ভালো'।
উল্লেখ্য, ঢাবির স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনায়েম শাহরিয়ার মুনের বিরুদ্ধে প্রতি মাসে দেড় লাখ টাকা চাঁদা দাবি ও লেগুনা ভাঙচুরের অভিযোগ করে নীলক্ষেত লেগুনা মালিক সমিতি।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন রিয়াজুল ইসলাম ও মুনায়েম শাহরিয়ার মুন।
Comments