রাবিতে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত, ৫টি ট্রাকে অগ্নিসংযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণসামগ্রী বহনকারী একটি ট্রাকের চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদ হাবিব হিমেল রাবির গ্রাফিক্স ডিজাইন ক্র্যাফটস অ্যান্ড হিস্টোরি অফ আর্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।তিনি শামসুজ্জোহা হলের আবাসিক শিক্ষার্থী এবং রাবি ড্রামা অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি নাটোর জেলায়।

এ ঘটনায় আহত চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান রিমেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাবির জনসংযোগ কর্মকর্তা প্রদীপ কুমার পান্ডে দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। দোষীদের বিচারের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সংক্ষুব্ধ শিক্ষার্থীরা ৫টি ট্রাকে অগ্নিসংযোগ করেছে। ঘটনার প্রতিবাদে ভিসি ভবনের সামনে শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়েছে। এছাড়া, ৩০০-৪০০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তা দিয়ে ওই দুই শিক্ষার্থী মোটরসাইকেলে যাচ্ছিলেন। সে সময় ট্রাকের ধাক্কায় একজন নিহত হন ও অপরজন আহত হন।
ট্রাকটি একটি একাডেমিক ভবন নির্মাণের মালামাল পরিবহনের কাজে নিয়োজিত ছিল বলে জানা গেছে।
Comments