শাটল ট্রেনের ‘অপহৃত’ লোকোমাস্টার-সহকারী-গার্ডকে ছেড়ে দিয়েছে

shuttle train
চবি শাটল ট্রেন। ছবি: রাজীব রায়হান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রুটে চলাচলকারী ১৩১ নম্বর শাটল ট্রেনের দায়িত্বরত চালক (লোকোমাস্টার), তার সহকারী ও গার্ডকে অপহরণের ৪ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে।

আজ সোমবার চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মাহমুদ হাসান চৌধুরী এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।

তিনি বলেন, 'অপহরণকারীরা সিএনজিচালিত অটোরিকশায় করে তাদের ছেড়ে দিয়েছে।'

কে বা কারা এ কাজ করেছে, সেটা জানতে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন মাহমুদ হাসান চৌধুরী।

এর আগে আজ সকাল ৮টার দিকে তাদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ৩ জন হলেন— গার্ড এমাদুল হক, চালক আবু তাহের ও চালকের সহকারী পুন্য জ্যেত্যি চাকমা।

Comments

The Daily Star  | English

‘Reforms not going beyond report writing’

Chairmen and members of several reform commissions yesterday voiced frustration over the lack of visible progress, more than a year after the interim government took office.

9h ago