১৬৩ ঘণ্টা পর অনশন ভাঙলেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

প্রায় ১৬৩ ঘণ্টা পর অনশন ভেঙেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
ছবি: শেখ নাসির/স্টার

প্রায় ১৬৩ ঘণ্টা পর অনশন ভেঙেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

আজ বুধবার সকাল ১০টা ২৩ মিনিটে তারা পানি পান করে অনশন ভাঙেন।

ছবি: শেখ নাসির/স্টার

শাবিপ্রবির সাবেক অধ্যাপক ও প্রথিতযশা লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. ইয়াসমিন হকের অনুরোধে শিক্ষার্থীরা অনশন ভেঙেছেন।

শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে গত ১৯ জানুয়ারি দুপুর ২টা ৫০ মিনিট থেকে শুরু হয় শিক্ষার্থীদের অনশন।

ছবি: শেখ নাসির/স্টার

অনশনরত ২৪ শিক্ষার্থীর মধ্যে একজনের বাবা হৃদরোগে আক্রান্ত হওয়ায় তিনি বাড়ি চলে যান এবং পরবর্তীতে গত রোববার ও সোমবারে আরও ৫ শিক্ষার্থী অনশনে বসেন।

এ দিকে, আজ ভোররাত ৪টায় বিশ্ববিদ্যালয়ে আসেন ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. ইয়াসমিন হক। অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে তারা দেখা করেন। তাদের কাছ থেকে পুরো ঘটনা শুনেন।

সেসময় অনশনরত শিক্ষার্থীদের তিনি বলেন, 'জীবন অনেক মূল্যবান, তুচ্ছ কারণে জীবন অপচয় করো না। (গতকাল) আমার বাসায় উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমাদের দাবি পূরণ হবে। তাই দেরি না করে আমরা চলে এসেছি। তোমাদের অনশন না ভাঙিয়ে যাব না।'

ছবি: শেখ নাসির/স্টার

তিনি আরও বলেন, 'তোমাদের দাবি পূরণ হবে। তোমাদের উসিলায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ঠিক হবে।'

এরপর অনশনকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাফি বলেন, 'আমাদের মধ্যে যাদের অবস্থা সংকটাপন্ন, তাদের কথা বিবেচনায় অনশন ভাঙতে স্যার (ড. জাফর ইকবাল) অনুরোধ করেছেন। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে স্যারের ওপর বিশ্বাস রেখে আমরা অনশন ভেঙে ফেলবো।'

পরে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে হাসপাতালে থাকা ২০ শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে আসেন। পরে ২৮ শিক্ষার্থী এক সঙ্গে অনশন ভাঙেন।

ছবি: শেখ নাসির/স্টার

যেভাবে শুরু উপাচার্য পদত্যাগের আন্দোলন

শুরুটা গত ১৩ জানুয়ারি রাত ১০টার দিকে। শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজার বিরুদ্ধে আবাসিক ছাত্রীর সঙ্গে মুঠোফোনে দুর্ব্যবহারের অভিযোগ উঠে।

সাড়ে ১০টার মধ্যে হলের আবাসিক ছাত্রীরা হলের সামনে ৩ দফা দাবিতে বিক্ষোভ করেন। তাদের দাবিগুলো ছিল—প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজাসহ প্রাধ্যক্ষ কমিটির পদত্যাগ, ছাত্রীবান্ধব নতুন প্রাধ্যক্ষ কমিটির নিয়োগ ও হলের যাবতীয় অব্যবস্থাপনার দ্রুত কার্যকর সমাধান।

সে রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ তাদেরকে আশ্বস্ত করলে তারা হলে ফিরে যান।

পরদিন শুক্রবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে জমায়েত করতে থাকেন শিক্ষার্থীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে আলোচনা করলে উপাচার্য হলের অব্যবস্থাপনা সম্পর্কিত সমস্যা সমাধানে ১ মাস সময় চান।

প্রাধ্যক্ষের পদত্যাগের বিষয়ে উপাচার্য কোনো সিদ্ধান্ত না দেওয়ায় এবং অব্যবস্থাপনার তাৎক্ষণিক সমাধান না আসায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়ক অবরোধ করে তাদের আন্দোলন চালিয়ে যান।

তবে উপাচার্য সেদিন আলোচনা সফল হয়েছে বলে মন্তব্য করেন এবং কয়েকজন শিক্ষার্থী উদ্দেশ্যপ্রণোদিতভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে দাবি করেন।

সেদিন বিকেলে প্রক্টরীয় কমিটির উপস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের কর্মীদের হামলার অভিযোগ উঠে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলমগীর কবীর বিষয়টিকে একটি অ্যাম্বুলেন্সকে যাওয়ার পথ দেওয়া নিয়ে আন্দোলনকারীদের ২ পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে ডেইলি স্টারকে জানিয়েছিলেন।

সন্ধ্যায় আন্দোলনকারীরা তাদের ৩ দফা দাবি মেনে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পরদিন শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।

১৫ জানুয়ারি বিকেল থেকে শিক্ষার্থীরা আবারও জড়ো হন গোলচত্বরে। সন্ধ্যা ৭টায় আলটিমেটাম শেষ হওয়ার পরও উপাচার্য শিক্ষার্থীদের দাবি না মানায় তারা আন্দোলন চালিয়ে যান।

১৬ জানুয়ারি সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে আবারও আন্দোলন শুরু করেন সিরাজুন্নেসা হলের ছাত্রীরা। এ সময় তাদের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।

সেদিন বিকেল ৩টার দিকে উপাচার্য তার কার্যালয় থেকে বের হয়ে অ্যাকডেমিক কাউন্সিলের বৈঠকে যাওয়ার পথে উপাচার্যের পথ আগলে দাঁড়ান আন্দোলনরত শিক্ষার্থীরা। সে সময় তারা তাদের দাবিগুলোর বিষয়ে কথা বলতে চান।

উপস্থিত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত উপাচার্যকে নিয়ে পার্শ্ববর্তী এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে প্রবেশ করেন। সে সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভবনের প্রধান ফটকে তালা দেন।

দুপুর ২টার দিকে উপাচার্য ও প্রক্টরের অনুরোধে সিলেট মেট্রোপলিটন পুলিশ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উপাচার্যকে আইআইসিটি ভবন থেকে মুক্ত করতে পুলিশের ক্রিটিক্যাল রেসপন্স টিমের (সিআরটি) ইউনিটও পৌঁছায় ক্যাম্পাসে।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে ভবনের সামনে শিক্ষার্থীদের সঙ্গে অবরুদ্ধ ভবনের তালা খোলার বিষয়ে এবং দাবিগুলো নিয়ে আলোচনার জন্য কথা বলতে যান শিক্ষকরা।

আলোচনা ফলপ্রসূ না হলে এক পর্যায়ে হঠাৎ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল ছোড়ে। পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অন্তত ৩০ জন শিক্ষার্থী গুরুতর আহত হন বলে দাবি আন্দোলনকারীদের।

এ ছাড়াও, ১০ পুলিশ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক জহির উদ্দিন আহমেদ আহত হন বলে জানায় পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ দ্য ডেইলি স্টারকে বলেন, 'উপাচার্য ও প্রক্টরের অনুরোধে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শাবিপ্রবিতে যায়। আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে কে বা কারা প্রথমে পুলিশ ও শিক্ষকদের দিকে ইটপাটকেল এবং পরে ককটেল ও গুলি ছুড়লে পুলিশ আত্মরক্ষার্থে "রাইট অব প্রাইভেট ডিফেন্স"র আলোকে লাঠিচার্জ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। উপাচার্যকে মুক্ত করে তার বাসভবনে নিরাপদে নিয়ে যায়।'

উদ্ভূত পরিস্থিতিতে রাত ৮টার দিকে জরুরি সিন্ডিকেট সভা আহবান করেন উপাচার্য। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন তিনি। একই সঙ্গে সব আবাসিক শিক্ষার্থীদের ১৭ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

এরই মধ্যে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজা ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন। তার স্থলে অধ্যাপক নাজিয়া চৌধুরীকে নতুন প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল খালি করার নির্দেশের প্রতিবাদে রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে মধ্যরাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আন্দোলনকারী শিক্ষার্থীরা জরুরি বৈঠক করে বিশ্ববিদ্যালয় বন্ধের নিন্দা জানান এবং পুলিশের হামলার প্রতিবাদে উপাচার্যের পদত্যাগসহ ৩ দফা দাবিতে নতুন করে আন্দোলন শুরুর ঘোষণা দেন।

১৭ জানুয়ারি সকাল ৮টা থেকে গোলচত্বরে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। সে সময় তারা ৩ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো: উপাচার্যের পদত্যাগ, শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় জড়িত সবার জবাবদিহি ও উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা মুক্তমঞ্চ থেকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে বিশ্ববিদ্যালয়ে 'অবাঞ্ছিত' ঘোষণা করেন। একই সঙ্গে উপাচার্যের পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর চিঠি পাঠানোর ঘোষণা দেন।

Comments

The Daily Star  | English

Old, unfit vehicles running amok

The bus involved in yesterday’s accident that left 14 dead in Faridpur would not have been on the road had the government not caved in to transport associations’ demand for allowing over 20 years old buses on roads.

4h ago