সনি হত্যার ২০তম বার্ষিকী, পলাতক আসামিদের গ্রেপ্তার দাবি

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যার ২০তম বার্ষিকীতে ও সন্ত্রাসবিরোধী দিবস পালন করেছে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
সনি হত্যার ২০তম বার্ষিকীতে বুয়েটে মানববন্ধন করে সনি মেমোরিয়াল ফাউন্ডেশন। ছবি: স্টার

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যার ২০তম বার্ষিকীতে ও সন্ত্রাসবিরোধী দিবস পালন করেছে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

আজ বুধবার সকাল সাড়ে ৮টায় সাবেকুন নাহার সনি হলের সামনে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করে সনি মেমোরিয়াল ফাউন্ডেশন ও বুয়েট ছাত্রলীগের সাবেক নেতারা। সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে মানববন্ধন করে সনি মেমোরিয়াল ফাউন্ডেশন।

মানববন্ধনে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা সনির হত্যায় সাজাপ্রাপ্ত পলাতক ছাত্রদল নেতা মুকি, টগরসহ সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণ করেন বুয়েটের সাবেক ছাত্রনেতা প্রকৌশলী হাবিব আহমেদ হালিম মুরাদ, প্রকৌশলী মনিরুজ্জামান মনির, প্রকৌশলী শফিউল আলম ডলার, প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী, প্রকৌশলী রনক আহসান, প্রকৌশলী তন্ময় আহমেদ, প্রকৌশলী আবু হাসান মাসুদ, প্রকৌশলী আবু সাইদ কনক, প্রকৌশলী জয় প্রকাশ প্রমুখ।

উল্লেখ্য, ২০০২ সালের ৮ জুন বুয়েটে ক্লাস শেষে হলে ফেরার পথে টেন্ডারবাজিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হন কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী সাবেকুন নাহার সনি। বুয়েটের শিক্ষার্থীরা এই দিনটিকে 'সন্ত্রাসবিরোধী দিবস' হিসেবে পালন করেন।

Comments

The Daily Star  | English

Hilsa remains a luxury

Traders blame low supply for high price; not enough catch in rivers even after 2-month ban

58m ago