৫ বছর পর ঢাবি ছাত্রলীগের হল কমিটিতে পদ পেলেন যারা

bcl
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

গত ৩০ জানুয়ারি সম্মেলন শেষে আজ বুধবার সকালে ১ বছরের জন্য হল কমিটি ঘোষণা করা হয়।

এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে ১৮টি হলে ছাত্রলীগের কমিটি হয়েছিল।

ঘোষিত কমিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন মেহেদী হাসান শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন কাজল দাস, সাধারণ সম্পাদক অতনু বর্মণ। সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি মনোনীত হয়েছেন তানভীর শিকদার, সাধারণ সম্পাদক মিশাত সরকার। বিজয় একাত্তর হলের সভাপতি হয়েছেন সজীবুর রহমান সজীব, সাধারণ সম্পাদক আবু ইউনুস।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি মনোনীত হয়েছেন আজহারুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার সভাপতি হয়েছেন কামাল উদ্দীন রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেন। হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন শহিদুল হক শিশির, সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন।

কবি জসীমউদ্‌দীন হল শাখার সভাপতি হয়েছেন মো. সুমন খলিফা, সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান। স্যার এ এফ রহমান হলের সভাপতি হয়েছেন মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনায়েম শাহরিয়ার মুন। মাস্টারদা সূর্য সেন হল শাখার সভাপতি হয়েছেন মো. মারিয়াম জামান খান সোহান, সাধারণ সম্পাদক সিয়াম রহমান।

ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন আনোয়ার হোসেন নাঈম, সাধারণ সম্পাদক আবু হাসিব মুক্ত। ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক শরিফ আহমেদ মুনিম। অমর একুশে হল শাখা ছাত্রলীগের সভাপতি মনোনীত হয়েছেন এনায়েত এইচ মনন, সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ।

ছাত্রী হলগুলোর মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন কোহিনূর আক্তার রাখি, সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন রাজিয়া সুলতানা কথা, সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি। কবি সুফিয়া কামাল হল শাখার সভাপতি হয়েছেন পূজা কর্মকার, সাধারণ সম্পাদক রিমা আক্তার ডলি (লাবিসা)। শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন খাদিজা আখতার ঊর্মি, সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা। রোকেয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন আতিকা বিনতে হোসেন, সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথা৷

Comments

The Daily Star  | English

CMP chief orders police to open fire if faced with weapons

The verbal directive, issued over wireless on Tuesday night, applies to all CMP personnel

1h ago