জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না, শিক্ষা প্রতিষ্ঠানেই মূল্যায়ন: শিক্ষামন্ত্রী

এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ রোববার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
jsc.jpg
স্টার ফাইল ছবি

এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ রোববার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। জেএসসি-জেডিসি পরীক্ষা যেহেতু হচ্ছে না, শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর এইচএসসি পরীক্ষা শেষ করার পরে জেএসসি-জেডিসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার মতো পর্যাপ্ত সময় হাতে থাকবে না। যে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Comments