ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে এ ফল প্রকাশ করা হয়।
একটি সরকারি ডেন্টাল কলেজ ও আটটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য মেধাতালিকা ও কোটা ভিত্তিতে মোট ৫৪৫ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া, উত্তীর্ণ বাকি শিক্ষার্থীরা দেশের বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ভর্তি হতে পারবেন।
ভর্তি পরীক্ষার ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা যাবে।
Comments