ঢাবির ‘গ’ ইউনিটে প্রথম নটরডেমের সারওয়ার, দ্বিতীয় যশোরের অনিমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসা শিক্ষা অনুষদের (গ ইউনিট) ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন সারওয়ার হোসেন খান৷
(বাম থেকে) সারওয়ার হোসেন খান, অনিমা পারভেজ এলমা ও মো. আবদুল্লাহ খান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসা শিক্ষা অনুষদের (গ ইউনিট) ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন সারওয়ার হোসেন খান৷

ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ১১৬ দশমিক ৭৫ এবং তিনি নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছেন৷

পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন অনিমা পারভেজ এলমা৷ তার প্রাপ্ত নম্বর ১১০ এবং তিনি যশোরের দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন৷

ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছেন মো. আবদুল্লাহ খান৷ তার প্রাপ্ত নম্বর ১০৭ দশমিক ৭৫৷ তিনি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন৷

আজ দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন৷

এতে পাসের হার ১৪ দশমিক ৩০ শতাংশ৷ অর্থাৎ ৪ হাজার ২৮৯ জন পাস করেছেন৷ এর মধ্যে মেধাক্রমনুযায়ী ৯৩০ শিক্ষার্থী ভর্তি হতে পারবেন৷ পরীক্ষায় ২৯ হাজার ৯৯৭ জন অংশ নিয়েছিলেন।

Comments

The Daily Star  | English
Civil society in Bangladesh

Our civil society needs to do more to challenge power structures

Over the last year, human rights defenders, demonstrators, and dissenters have been met with harassment, physical aggression, detainment, and maltreatment by the authorities.

8h ago