৪১তম বিসিএস প্রিলিতে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ

৪৩তম বিসিএস
ফাইল ফটো

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪১তম বিসিএসের ফল প্রকাশ করেছে। এতে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হয়েছেন। আজ রোববার দুপুরে পিএসসি এ ফল প্রকাশ করে।

চলতি বছরের ১৯ মার্চ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দেশের আটটি বিভাগীয় শহরে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয় পিএসসি। সেই পরীক্ষার চার মাস পর আজ রোববার ফল প্রকাশ হলো।

এর আগে, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে দুই হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে সেসময় জানানো হয়।

উত্তীর্ণদের তালিকা দেখুন

Comments

The Daily Star  | English

Iran's top security body to decide on Hormuz closure

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

13h ago