ভবদহ জলাবদ্ধতা: পানিবন্দি শিক্ষাপ্রতিষ্ঠান

যশোরের অভয়নগরে ভবদহের জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলার সুন্দলী, পায়রা ও চলিশিয়া ইউনিয়নের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে জমে আছে হাঁটু পানি।
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলছে তবে পানিবন্দি এসব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা।
খোঁজ নিয়ে জানা যায়, অভয়নগর উপজেলার ডুমুরতলা সরকারি প্রাথমিক ও ডুমুরতলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হাঁটু সমান পানি। শ্রেণিকক্ষেও পানি আছে, তবে অল্প। মাঠের হাঁটুজল পেরিয়ে শ্রেণিকক্ষ পর্যন্ত যাওয়া শিক্ষার্থীদের জন্য কষ্টকর।
অন্যদিকে বেদভিটা ও বলারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠেও হাঁটু পরিমাণ পানি।
ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ মল্লিক জানান, ভবদহের জলাবদ্ধতার কারণে স্কুল মাঠে হাঁটু সমান পানি জমে আছে। মাঠটি উঁচু করলে শিক্ষার্থীরা ক্লাস করতে পারবে।
ডুমুরতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার বৈরাগী জানান, বেশ কয়েক বছর ধরে ভবদহের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সেইসঙ্গে এই এলাকার রাস্তাঘাটসহ বাড়িতে পানি জমে রয়েছে দীর্ঘদিন ধরে।
স্থানীয়রা জলাবদ্ধ পানির মধ্যেই তারা অসহনীয় জীবন যাপন করছেন।
অভয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ করিম জানান, সরকারের নির্দেশনায় উপজেলার ১১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ক্লাসের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। ভবদহের জলাবদ্ধতার কারণে বিদ্যালয় মাঠে পানি জমে থাকলেও শিক্ষার্থীদের ক্লাস করতে কোনো অসুবিধা নেই।
Comments