সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৩ সালের এসএসসি এপ্রিলে, এইচএসসি জুনে

সচিবালয়ে প্রেস কনফারেন্সে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: স্টার

২০২৩ সালের এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষা এ বছরের মতো সংক্ষিপ্ত সিলেবাসেই নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, '২০২৩ সালের এসএসসি পরীক্ষা এপ্রিলে এবং উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা জুনে অনুষ্ঠিত হবে।' 

শিক্ষামন্ত্রী আরও বলেন, 'পরীক্ষা সব বিষয়ে এবং সম্পূর্ণ মার্কিং পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।'
 

Comments

The Daily Star  | English

Bangladesh Police: Equipped to inflict heavy casualties

Police arms records show the brutal truth behind the July killings; the force bought 7 times more lethal weapons than non-lethal ones in 2021-23

15h ago